শিহরণ জাগিয়ে সাহারায় তুষারপাত! দেখুন সেই বিরল দৃশ্য

মরুভূমিতে তুষারপাত! তাও আবার হয় নাকি? হ্যাঁ হয়। আলবাৎ হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ১৭:১৪
Share:

মরুভূমিতে তুষারপাত! তাও আবার হয় নাকি? হ্যাঁ হয়। আলবাৎ হয়।

Advertisement

মরুভূমি মানেই ধু ধু প্রান্তর। যে দিকে দু’চোখ যায় শুধু বালি আর বালি। কপালের উপর হাত ঠেকিয়ে দূর-দূরান্তে থাকা মরুদ্যান খোঁজার চেষ্টা। মরুভূমির বুকে যেখানে জলের হদিস পাওয়াই দুষ্কর সেখানে বরফ আসবে কোথা থেকে!

সবাইকে অবাক করে বেশ কিছু সময় ধরে আকাশ থেকে ঝরে পড়ল তাল তাল গুড়ো বরফ। কিছুক্ষণের মধ্যে রাতারাতি বালির মরুভূমি ঢেকে গেল বরফের চাদরে। এমনই বিরল ঘটনা ঘটল বিশ্বের সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারায়। এই তো গত নভেম্বর মাসেই সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমিতে তুষারপাতের ঘটনা দেখা গিয়েছে। একই ধরনের ঘটনার স্বাক্ষী সাহারাও। হঠাৎ এই ভাবে বরফ পড়া নিয়ে জেগেছে বিস্ময়। রুক্ষ, শুষ্ক সাহারা ঢেকে গেল বরফে। দেখে নিন সাহারা মরুভূমিতে তুষারপাতের বিরল দৃশ্যের কিছু ছবি।

Advertisement

ছবি: ফেসবুকের সৌজন্যে।

আরও পড়ুন: বিল গেটসের এই বাড়ি তৈরি করতে লেগেছিল সাত বছর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন