কেজোবিড়াল

আমাদের সংস্কৃতি, সাহিত্যে মার্জার বাহিনীর একটি বিশেষ জায়গা তো ছিলই। কখনও কখনও এই প্রাণীটি অভিনয়, রাজনীতি এমনকী নিরাপত্তার দায়িত্বও সামলেছে। কালীপদ চক্রবর্তী তোমরা কি জানো, ‘তামা’ নামে এক বিড়াল জাপানের কিশি রেলস্টেশনের স্টেশন মাস্টার পদে কাজ করেছে— ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত। ঘটনাটি হল, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কিশি স্টেশনটি তাদের ব্যবসার জন্য ব্যবহারের অনুমতি পায়, ফলে মানুষের চলাচল এবং স্টেশনটির ব্যস্ততা কমে যায়।

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

• স্টেশন মাস্টার

Advertisement

তোমরা কি জানো, ‘তামা’ নামে এক বিড়াল জাপানের কিশি রেলস্টেশনের স্টেশন মাস্টার পদে কাজ করেছে— ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত। ঘটনাটি হল, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কিশি স্টেশনটি তাদের ব্যবসার জন্য ব্যবহারের অনুমতি পায়, ফলে মানুষের চলাচল এবং স্টেশনটির ব্যস্ততা কমে যায়। স্টেশন লাগোয়া থাকতেন বিড়াল ‘তামা’র মালিক। তিনি স্টেশনটি বন্ধ হয়ে যাচ্ছে দেখে খুবই ব্যথিত হন। পরে তিনি রেলওয়ের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অনুরোধ করেন, স্টেশনটি দরিদ্র, গৃহহীন মানুষ ও বিড়ালদের বসবাসের জন্য ফাঁকা করে দেওয়া হোক। রেল কর্তারা তাতে রাজি হন এবং প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম স্টেশনটি চালু রাখার পক্ষে মত দেন। কিন্তু কোন যুক্তিতে স্টেশনটি চালু রাখবেন? মানুষই বা কেন এই স্টেশন ব্যবহারে আগ্রহী হবে? এ কথা ভেবেই রেলকর্তারা বিড়াল ‘তামা’কে করেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের টুপি ও পোশাক পরা ‘তামা’র বয়স বাড়ার কারণে তাকে সহায়তা করতে এগিয়ে আসে আর এক বিড়াল ‘নিতামা’। স্টেশনের আর্থিক ক্ষতি সামলে নিজস্ব তহবিলে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার জমিয়েছিল স্টেশন মাস্টার। ২০১৫-য় মারা যায় ‘তামা’।

• অভিনেতা

Advertisement

তোমরা তো সিনেমার অনেক তারকাদের নাম শুনেছ। কিন্তু বিড়াল ‘অরেঞ্জি’র নাম? সে শুধু সিনেমায় অভিনয়ই করেনি, রূপালি পর্দায় অনবদ্য অভিনয় করে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল। পশু-প্রাণীদের নিয়ে অভিনয় করানো এমনিতেই কঠিন। তাই বিড়ালটিকেও অভিনয় করানোর আগে পর্যাপ্ত ট্রেনিং দিতে হয়েছিল। অভিনয়ে বার বার প্রশংসা পাওয়া ‘অরেঞ্জি’ পেয়েছে অ্যানিম্যাল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার।

• পুলিশ অফিসার

‘পুলিশ ক্যাট’ হিসেবে এক জন সাধারণ পুলিশের সমান মর্যাদা নিয়ে দুর্ধর্ষ সব কাজ করে গেছে ‘রুসিক’ নামের একটি বিড়াল। রাশিয়ার পুলিশ ডিপার্টমেন্ট এই পুলিশ বিড়ালের প্রশংসায় পঞ্চমুখ। কাস্পিয়ান সাগরে রাশিয়ার স্পেশাল ফোর্সের চালানো একটি অভিযানে গোপন অস্ত্র হিসেবে রুসিক-এর সাফল্য অজানা নেই কারও। স্মাগলারদের বিপরীতে সব আতঙ্ককে জয় করে রুসিক ঠিকই লড়াই করে যায়।

• রাজনীতিবিদ

বিড়াল বাজিমাত করেছে রাজনীতিতেও! ‘হ্যাংক’ নামে বিড়ালটি ২০১২ সালের আমেরিকার সেনেট নির্বাচনে ভার্জিনিয়ার সিটের বিপরীতে ক্যাম্পেনে নেমে বড় বড় রাজনৈতিক নেতাদেরও বিপদে ফেলে দিয়েছিল। ভার্জিনিয়া সিটটি না জিতলেও ভোট প্রাপ্তির দিক দিয়ে তৃতীয় স্থানে ছিল। রাজনীতিবিদদের বিপরীতে বিড়ালের এই ভোটযুদ্ধ স্মরণীয়।

• কথাবলা বিড়াল

কথা বলা পুতুল তো অনেকেই দেখেছ। এমনকী পাখিদের কথাও শুনেছ। কিন্তু বিড়াল? কথা বলা বিড়ালের নাম হল ‘ব্ল্যাকি’। মানুষের মতো কথা বলা ব্ল্যাকিই প্রথম জনসমক্ষে আসে। এ বিড়ালটিই প্রথম ‘টকিং ক্যাট’-এর ধারণা নিয়ে আসে।

• দারোয়ান

ব্রিটিশ মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্ব নিয়ে হেলাফেলার কোনও সুযোগ নেই। এ পদে সেরাদেরই জায়গা মেলে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, ১৯০৯ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত এখানকার প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে ছিল বিড়াল ‘মাইক’। সে এতটাই কর্তব্যপরায়ণ ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন জাদুঘর বন্ধ ছিল তখনও দায়িত্ব ছেড়ে যায়নি বিড়াল ‘মাইক’।

• মডেল বিড়াল

তোমরা মানুষদের মডেলিং করার কথা শুনেছ, কিন্তু বিড়াল মডেলিং করে বিখ্যাত হয়েছে, শুনেছ কি কখনও? হ্যাঁ, ‘চেসি’ নামে এক বিড়াল মডেলিং করে পুরোপুরি পালটে দিয়েছিল ব্যবসায়িক অবস্থান। তার নামে ‘চেসি ক্যাট ক্যালেন্ডার’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, উত্তর আমেরিকার ওহিও রেল রোড কর্তৃপক্ষ তাকে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ট্রেনের গায়ে তার ছবি লোগো হিসেবে ব্যবহার করার কারণে ব্যবসার জগতে তার মর্যাদা ও দর দুটোই বেড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement