ইসকুলে মুশকিল

উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র আমার সমস্যা হল ১) ইতিহাস মুখস্থ হয় না, ২) জীবনবিজ্ঞান পরীক্ষার সময় নার্ভাস হয়ে পড়ি, ৩) বাংলায় খুব বানান ভুল হয়, ৪) সহজেই রেগে যাই, ৫) গল্পের বই পড়ার নেশা ছাড়তে পারি না। কী করব?

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

আমার সমস্যা হল ১) ইতিহাস মুখস্থ হয় না, ২) জীবনবিজ্ঞান পরীক্ষার সময় নার্ভাস হয়ে পড়ি, ৩) বাংলায় খুব বানান ভুল হয়, ৪) সহজেই রেগে যাই, ৫) গল্পের বই পড়ার নেশা ছাড়তে পারি না। কী করব?

Advertisement

শুভশ্রী মণ্ডল। নবম শ্রেণি, কারমেল কনভেন্ট হাই স্কুল, দুর্গাপুর

শুভশ্রী, ইতিহাস মুখস্থ করে পড়ো বলেই অসুবিধে হয়। ইতিহাসকে মানুষের জীবনের ধারাবাহিক কাহিনি হিসেবে পড়ো। একজন রাজা কী করেছিলেন, তাঁর পরবর্তী রাজা কোন কোন ক্ষেত্রে তাঁর চেয়ে ভাল বা মন্দ পরিবর্তন এনেছিলেন, কোনও বিশেষ ঘটনা। যেমন ধরো, ভারতের স্বাধীনতা আন্দোলন কেন হল, কেন সফল হল, কেন অসফল হল ইত্যাদি কার্য-কারণে আলোচনা হিসেবে পড়ো। মনে মনে একটা প্রশ্ন করো, সেটার উত্তর খোঁজার চেষ্টা হিসেবে পড়ো। তা হলে ইতিহাস ভাল লাগবে। হ্যাঁ, সন-তারিখ ইত্যাদি তো কিছুটা মুখস্থ করতে হবেই।

Advertisement

জীবনবিজ্ঞানে হয়তো বিশেষ ভাবে ভাল করতে হবে— এই মানসিকতা নিয়ে পরীক্ষা দাও। তাই নার্ভাস হয়ে যাও, যদি অতটা ভাল না করতে পারো! শান্ত ভাবে পড়ে, নম্বরের কথা না ভেবে পরীক্ষা দাও। দেখবে ভাল হবে।

অভ্যাস করার পরও যদি তোমার বাংলা বানান ভুল হয়, তা হলে বুঝতে হবে তুমি খুব যান্ত্রিক ভাবে অভ্যাস করেছ। যখন শুদ্ধ বানান লিখে অভ্যাস করবে, তখন মনোযোগও ওখানে দিতে হবে। আর শুদ্ধ বানান অভ্যাস করে, বেশ কিছু বাক্যরচনা করে বাড়ির অভিভাবকদের দেখাও। আশা করি, উপকার পাবে।

মেজাজ হারানো আর রেগে যাওয়ার তো একটাই কারণ— সেটা হল তোমার দাবি যে তোমার ইচ্ছেমত বস্তু বা বিষয় বা কাজ কেন হচ্ছে না! পৃথিবীতে সব কিছু তোমার মনের মতো হবে না, এটা যদি মেনে নাও, অতটা রাগ হবে না। সত্যিকার কোনও অসুবিধে হলে, যে বিষয় বা যাঁকে নিয়ে অসুবিধে হচ্ছে, সেটা তাঁকে ভাল ভাবে জানাও। দেখো কী হয়।

গল্পের বই পড়া খুব ভাল। তবে কোনও কিছুর নেশাই ভাল নয়। যদি তুমি পরীক্ষার সময় গল্পের বই পড়ো, তা হলে ক্ষতি হবে। সুতরাং একটা নিয়ম করে নাও, পরীক্ষার প্রস্তুতির সময় গল্পের বই পড়বে। তোমায় কিছুটা মনের জোরে এ কাজ করতে হবে। চেষ্টা করো, পারবে।

আমি বুঝে মুখস্থ করি, হুবহু বইয়ের লেখা লিখি না, তাই মাঝে মাঝে কম নম্বর পাই আর তার জন্য মায়ের কাছে বকুনি খাই। কী করব?

পৃথা বিশ্বাস। অষ্টম শ্রেণি, টাকী ষষ্ঠিবর লালমাধব বালিকা বিদ্যালয়, উত্তর ২৪ পরগনা

পৃথা, তুমি ঠিক কাজই করো। কখনও না বুঝে মুখস্থ কোরো না, আর একেবারে বইয়ের ভাষায় উত্তর লেখা উচিত নয়। এতে ভবিষ্যতে তোমার অনেক লাভ হবে। তোমার মাকেও সে কথা বুঝিয়ো।

খামে ভরো মুশকিল

পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:

ইসকুলে মুশকিল,

রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,

৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,

কলকাতা ৭০০০০১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement