আমার একটুও পড়তে ভাল লাগে না, সারা দিন খেলা করে বেড়াই। স্কুলের ম্যাডাম বা মা-বাবা বললেও শুনি না। এর জন্য তাঁদের মন খারাপ হয়। কী করলে পড়তে ভাল লাগবে?
পারমিতা কুণ্ডু। তৃতীয় শ্রেণি
তুমি আর একটু বড় হওয়ার পরে তোমার এই অসুবিধেটা কেটে যাবে বলেই মনে হয়। তবে তোমায় অন্তত শুরুতে খেলাধুলোর মাধ্যমে পড়াশোনা করাতে হবে। সব বিষয় না হলেও কিছু বিষয় এ ভাবে শেখানো যায়। অঙ্ক বা নেচার স্টাডি খেলাধুলোর মাধ্যমে বা বাগানে গিয়ে পশুপাখি, লতাপাতা এগুলো। দেখে শেখা যায়। তুমিও বন্ধুদের সঙ্গে অঙ্ক-অঙ্ক খেলা, বা ফুল-ফল-পাখির নাম বলার খেলা খেলতে পারো। বাড়িতে বন্ধুরা এলে বাংলা বইয়ের গল্প নাটক করার মতো পড়তে পারো। এ ভাবে খেলতে খেলতে তোমার পড়াশোনা ভাল লাগতে থাকবে। তবে, তোমাকে এ বিষয়ে তোমার অভিভাবকদের সাহায্য নিতে হবে।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১