আমার কথা ক্লাসে কেউ বিশ্বাস করে না। আমি যদি বলি ‘কথাটা সত্যি’, তা হলে ওরা দিদিমণির কাছে নালিশ করে আর আমি বকুনি খাই। কী করব?
আহসান দালাল। তৃতীয় শ্রেণি, এ ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়, সল্ট লেক
আহসান, তুমি এতে এত বিচলিত হচ্ছ কেন? তুমি যদি সত্যি কথা বলে থাক, আর তোমার বন্ধুরা যদি সেটা বিশ্বাস না করে, তা হলে তো তারাই ঠকল। তুমি জোর করে কাউকে কিছু বিশ্বাস করাতে পারো না। উপযুক্ত প্রমাণ থাকলে বিশ্বাস করতে পারে। তবে, সব কিছুর তো প্রমাণ দেওয়া যায় না। তাই, তুমি শুধু বলবে, ‘তোরা বিশ্বাস না করতে পারিস, তবে কথাটা সত্যি।’ মনে রেখো, সত্য কারও বিশ্বাসের অপেক্ষা রাখে না। কোপার্নিকাস যখন প্রথম বলেছিলেন যে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কেউ তাঁর কথা বিশ্বাস করেনি। আজ আমরা সবাই সে কথা বিশ্বাস করি। তাই, এ নিয়ে মন খারাপ কোরো না।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১