নজরদার

রাতের পড়া চুকল, শেষ হল খাওয়া। আলো নিভিয়ে ঘুম-চোখে বিছানায় গেলাম। হঠাত্‌ কানে এল ফুড়ুত্‌ ফুড়ুত্‌ শব্দ। ভয় পেয়ে মাকে ডাকলাম। মা বলল, ‘ভয় কী? আলো জ্বাল।’

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৪ ০০:০০
Share:

রাতের পড়া চুকল, শেষ হল খাওয়া। আলো নিভিয়ে ঘুম-চোখে বিছানায় গেলাম। হঠাত্‌ কানে এল ফুড়ুত্‌ ফুড়ুত্‌ শব্দ। ভয় পেয়ে মাকে ডাকলাম। মা বলল, ‘ভয় কী? আলো জ্বাল।’ তাড়াতাড়ি উঠে আলোর সুইচটা টিপতে গিয়ে ফ্যানের সুইচটা টিপে ফেললাম। সঙ্গে সঙ্গে ‘খড়াং’ শব্দ করে কী যেন একটা মেঝেতে পড়ল। তাকিয়ে দেখি ফ্যানের ব্লেডে ধাক্কা খেয়েছে ছোট্ট চামচিকের ছানা, রক্ত ঝরছে তার ডানায়। মা বললে ‘আহা রে! করলি কি খোকা?’ আমার কষ্ট বুঝে মা তার ডানায় একটা লাল ওষুধ লাগিয়ে দিল। তার পর বসিয়ে দিল জানলায়। ও মা, আবার ফুড়ুত্‌!

Advertisement

আসঞ্জন ব্রহ্মচারী। পঞ্চম শ্রেণি, পাঠভবন, শান্তিনিকেতন

সঞ্চয়ী টম

Advertisement

হাউসিং কমপ্লেক্সের ‘টম’ নামে কুকুরটা খেলার সময় আমাদের পিছন পিছন ঘোরে। আমরা সবাই ওকে যে যা খাই মাঝে মধ্যে ভাগ দিই। এক দিন দুপুরে আমি টমকে একটা বড় হাড়ওয়ালা মাংসের টুকরো দিয়েছি। দেখি, ও সেটা না খেয়ে পেয়ারা গাছের গোড়ায় সামনের পা দুটো দিয়ে মাটি খুঁড়ে মাংসের টুকরোটা রেখে মাটি দিয়ে চাপা দিল। বিকেলে যখন খেলতে নেমেছি তখন দেখি টম মাংসের টুকরোটা বার করে আরাম করে বসে খাচ্ছে।

কৌশিকী ঘোষ। তৃতীয় শ্রেণি, সেন্ট জন্‌স স্কুল, সল্টলেক

আত্মীয়তার বন্ধন

আমাদের বাড়ির পিছনের বাগানের সুপুরি গাছটায় বাসা বেঁধেছে তিনটে চিল। হয়তো তারা সম্পর্কে বাবা, মা, সন্তান। আর তার ঠিক পাশের গাছটায় বাসা বেঁধেছে কিছু কাক। আগে দেখতাম কাক আর চিলের লড়াই হচ্ছে। আর এখন তারা আত্মীয়তে পরিণত হয়েছে। এখন রোজ তারা সবাই পাশের বাড়ির ছাদে বসে মিটিং করে চলেছে।

ঋত্বিক সিংহ। অষ্টম শ্রেণি, দি ওরিয়েন্টাল সেমিনারি

চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার?

যদি বাড়িতে থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায়

বাসা বাঁধা উইপোকা, অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও

ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের।

খামের উপরে লেখো:
নজরদার, রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement