নজরদার

আমাদের বাড়িতে একটি মেনি বিড়াল আছে। যার নাম ‘ছুসনি’। এক সময়ে ছুসনির দু’টি ছানা হল। ছানা দু’টির নাম দিলাম ‘পাগলু’, ‘পাগলু-২’। ছুসনি ওর ছানাদের শিকার ধরার প্রক্রিয়া শেখানো দেখে অবাক হলাম। ছুসনি আমাদের বারান্দায় বসে ওর লেজ এক বার ডান দিক থেকে বাম দিকে আবার বাম দিক থেকে ডান দিকে নাড়াত।

Advertisement
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৫
Share:

শিকার যখন লেজ

Advertisement

আমাদের বাড়িতে একটি মেনি বিড়াল আছে। যার নাম ‘ছুসনি’। এক সময়ে ছুসনির দু’টি ছানা হল। ছানা দু’টির নাম দিলাম ‘পাগলু’, ‘পাগলু-২’। ছুসনি ওর ছানাদের শিকার ধরার প্রক্রিয়া শেখানো দেখে অবাক হলাম। ছুসনি আমাদের বারান্দায় বসে ওর লেজ এক বার ডান দিক থেকে বাম দিকে আবার বাম দিক থেকে ডান দিকে নাড়াত। আর ছানাগুলো ভাবত লেজটি কোনও খাবার, তাই তারা ছুসনির লেজের উপর ঝাঁপিয়ে পড়ত। কোনও শিকার যেহেতু এক জায়গায় স্থির থাকে না, তাই ছুসনি ওর লেজ নাড়াত আর পাগলু ও পাগলু-২ ছুসনির লেজের পিছন পিছন ছুটত। যখন ছানাগুলো লেজটি ধরে কামড় বসাত, তখন ছুসনি যন্ত্রণায় রেগে গিয়ে উঠে তিন পায়ে ভর করে সামনের একটা পা দিয়ে ওর ছানাদের চড় মারত। মায়ের হাতে চড় খেয়ে মনের দুঃখে ছানা দুটো দূরে গিয়ে গলা জড়াজড়ি করে আরামে ঘুমিয়ে পড়ত।

ভাস্কর গঙ্গোপাধ্যায় নিয়োগী। সপ্তম শ্রেণি, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া

Advertisement

কাকের নজরদারি

কয়েক দিন ধরে একটা জিনিস লক্ষ করছি। যখনই আমরা বারান্দার বাইরের দড়িতে ভিজে কাপড়জামা মেলতে যাই, ঠিক তখনই কয়েকটা কাক একনাগাড়ে কা কা করতে থাকে। তাড়ালেও যেতে চায় না। প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। এক দিন দেখলাম দুটো কাক দড়িটা ঠোকরাচ্ছে। এ বার উল্টো দিকের বাড়ির কার্নিশের দিকে তাকাতে ব্যাপারটা পরিষ্কার হল। দেখি, ওই কার্নিশে বানানো বাসায় দুটো ছানা উঁকি মারছে। আর একটা কাক পাহারা দিচ্ছে। অন্য আর একটি কাক মাঝে মাঝে উড়ে এসে খাবার খাইয়ে চলে যাচ্ছে। এক দিন দেখলাম বৃষ্টিতে কাক দুটো ছানাদের ঢেকে বসে আছে। এ বার বুঝলাম কেন কাকেরা চিৎকার করছিল। ওদের কোনও কারণে মনে হয়েছিল, আমরা ছানাদের ক্ষতি করতে পারি। তাই সব সময় নজর রাখত।

আশাবরী ঘোষ। ষষ্ঠ শ্রেণি, অশোক হল

নজরদার

চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা, অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের।

খামের উপরে লেখো:

নজরদার, রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,

৬, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement