Pulao Recipe

আনারস-চিংড়ির পোলাওয়ে জমবে মহাভোজ, বর্ষবরণে সাবেক রান্নাতেও থাক নতুনত্বের ছোঁয়া

সাবেকে আর থেমে থেকে লাভ নেই। বাঙালি এখন ‘ফিউশন’ খাবারে মজেছে। সেই চেনা রান্নাই এ দিক-ও দিক করে, হাতের গুণে আর পরিবেশনের মুনশিয়ানায় সেজে উঠছে নানা ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১১:০১
Share:

আনারস-চিংড়ির বাসমতী পোলাও রাঁধার প্রণালী জেনে নিন। ছবি: ফ্রিপিক।

পয়লা বৈশাখে ঝালে-ঝোলে-অম্বলে বাঙালিয়ানার উদ্‌যাপন নতুন নয়। নানা রকম আমিষ ও নিরামিষ রান্না সাজিয়ে পরিবেশনের নিপুণতাও বাঙালির সহজাত। বাঙালিই মনে হয় একমাত্র জাত, যারা সব্জির খোসা থেকে ডগা, কাণ্ড থেকে শিকড়, ফুল থেকে পাতা সব কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারে নানা ব্যঞ্জন। ঘণ্ট, ছ্যাঁচড়া, ছেঁচকি, চচ্চড়ি, লাবড়ারও এত রকমফের আছে, যা তালিকায় ধরানো মুশকিল। বাংলার বর্ষবরণে বাঙালি ভোজই প্রাধান্য পাবে, সেটা স্বাভাবিক। তেতো জাতীয় পদ দিয়ে খাওয়া শুরু, আর শেষ পাতে চাটনি-মিষ্টি। তবে ইদানীং কালে বাঙালি ‘ফিউশন’ খাবারে মজেছে। সেই চেনা রান্নাই এদিক-ওদিক করে, হাতের গুণে আর পরিবেশনের মু্ন্সিয়ানায় সেজে উঠছে নানা ভাবে।

Advertisement

বৈশাখের প্রথম দিন আত্মীয়-পরিজনের সমাগমে জুঁইফুলের মতো সুন্দর ধবধবে সাদা ভাত সামান্য ঘি সহযোগে থালায় সাজিয়ে দিতেন বাড়ির গৃহিনীরা। পাশে থরে থরে সাজানো নানা পদ। আর নেহাতই ভাতের বদলে পোলাও হলে, হলুদ রঙা বাসন্তী পোলাওয়েরই কদর ছিল বেশি। সে বাঙালি এ পারের হোক বা ও পারের, পয়লা বৈশাখের মধ্যাহ্নভোজ মানে সেখানে ভাত থাকবেই। এখন অবশ্য ভাতের বদলে হোটেল-রেস্তরাঁয় গিয়ে বাঙালি ফ্রায়েড রাইস, বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি খেতেই অভ্যস্ত। তবে যদি বাড়িতেই পয়লা বৈশাখের মহাভোজের আয়োজন করতে হয়, তা হলে বিরিয়ানির বিলাসিতায় যাওয়ার প্রয়োজন নেই, বরং সহজে বানিয়ে নিতে পারেন আনারস-চিংড়ির সহযোগে বাসমতীর বেরেস্তা পোলাও। চিংড়িও রইল, তাতে আনারসের ‘ফিউশন’ হল, আবার ভাতে বাঙালির ঠাটবাটও বজায় রইল।

আনারস-চিংড়ির বাসমতী পোলাও রাঁধা কঠিন নয়। কম সময়ে সহজে রান্নার প্রণালী রইল।

Advertisement

আনারস-চিংড়ির বাসমতী পোলাও

উপকরণ

২৫০ গ্রাম বাসমতী চাল

২০০ গ্রাম চিংড়ি মাছ

আধ কাপের মতো গাজর, বিন্‌স, বাঁধাকপি কুচি১টি আনারসের কোয়া কুচিয়ে নেওয়া

৪ চা-চামচ সাদা তেল

১ চা-চামচ ঘি

৪টি তেজপাতা

৬টি ছোট এলাচ

৮টি লবঙ্গ

২ ইঞ্চির মতো দারচিনি

১ চা-চামচ আদা বাটা

২ কাপ বেরেস্তা

৫টি কাঁচালঙ্কা

নুন স্বাদমতো

চিংড়ির পোলাওয়ে ফিউশন টাচ। ছবি: ফ্রিপিক।

প্রণালী

চিংড়ি মাছ ছাড়িয়ে ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন। চাল ধুয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। কড়াইয়ে তেল ঘি মিশিয়ে গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। সুগন্ধ বার হলে পেঁয়াজকুচি আর চিংড়ি মাছগুলি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ-চিংড়ি ভাজা হলে তাতে চাল দিয়ে নুন ও আদা বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে। চাল ভাজা হয়ে গেলে তাতে চালের দ্বিগুণ গরম জল দিয়ে দিতে হবে। কাঁচালঙ্কা ও এক কাপ বেরেস্তা দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে যত ক্ষণ না চাল আর জল সমান সমান হয়। এই পর্যায়ে আরও কাপ কাপ বেরেস্তা ও ঘি ছড়িয়ে আঁচ কমিয়ে দমে বসিয়ে রাখতে হবে যত ক্ষণ না চাল সেদ্ধ হয়।

রান্না হয়ে গেলে উপর থেকে গোলাপ জল ও ঘি ছড়িয়ে দিতে পারেন, তার পর আনারসের টুকরোগুলি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement