গোসাপ ছাড়া হল কুলিকে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
সাড়ে চার ফুট লম্বা একটি গোসাপকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিম্যালের সদস্যরা। সোমবার রাতে হেমতাবাদের বামোইর এলাকার চাষি শাহনওয়াজ সরকারের বাড়ি থেকে এটি উদ্ধার হয়। মঙ্গলবার বিকালে সেটি কুলিক পক্ষিনিবাসে ছেড়ে দেওয়া হয়। সংগঠন সম্পাদক গৌতম তাঁতিয়া জানান, গোসাপটি ইন্ডিয়ান মনিটর লিজার্ড প্রজাতির।
দল বেঁধে খাবারের খোঁজে। সিউড়িতে। —নিজস্ব চিত্র।