বিষ্ণুপুরে হাতির হামলা
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
মাঝরাতে দাঁতাল ঝুকে ভেঙেছে ঘর। বিষ্ণুপুরের কলাবাগান গ্রামে।—নিজস্ব চিত্র।
গ্রামে হামলা চালিয়ে ঘর ভাঙল দাঁতাল। মঙ্গলবার মাঝরাতে বিষ্ণুপুর বন বিভাগের কলাবাগান গ্রামের ঘটনা। দাঁতালের হামলায় দারশাদ খাঁ ও আসবর চৌধুরীর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীদের ক্ষোভ, রাতেই হাতিটি তাড়ানোর জন্য বন দফতরকে জানানো হয়েছিল। কিন্তু, সেখান থেকে কোনও সাড়া না পেয়ে গ্রামবাসীরাই প্রাণের ঝুঁকি নিয়ে মশাল জ্বেলে হাতি খেদাতে ঘর থেকে বেরোন। অবশেষে কয়েক ঘণ্টার চেষ্টায় হাতিটিকে গ্রাম থেকে তাড়ানো সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাঁকাদহ রেঞ্জ অফিসে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, “রাতে হঠাৎই বিকট স্বরে চিৎকার করতে করতে হাতিটা গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা তখন ঘুমোচ্ছিল। আমাদের বাড়ির দেওয়াল ভেঙে ফেলে।” বিষ্ণুপুর বন বিভাগের এডিএফও মধুসূদন মুখোপাধ্যায় বলেন, “ওই দলছুট দাঁতালটির দিকে নজর রাখা হচ্ছে।” গ্রামবাসীদের কাছে খবর পাওয়ার পরেও বন দফতরের তরফে সাড়া না পাওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শঙ্খ লেগেছে। বুধবার সুভাষগ্রামে। ছবি: শশাঙ্ক মণ্ডল।