টুকরো খবর

ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে ফের বাঘমুণ্ডিতে ঢুকে পড়ল একটি হাতির দল। বন দফতর জানিয়েছে, দলে ৮টি হাতি রয়েছে। শনিবার রাতে সুবর্ণরেখার ডাংডুং ঘাট পার হয়ে বাঘমুণ্ডির গাগি ও শালডোবরা এলাকায় ঢুকে কিছু ধানের জমি তছনছ করে হাতিগুলি। বন দফতর জানিয়েছে, হুলাপার্টি হাতির দলটিকে সুবর্ণরেখা নদী পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০১:৩১
Share:

বাঘমুণ্ডিতে হাতি

Advertisement

ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে ফের বাঘমুণ্ডিতে ঢুকে পড়ল একটি হাতির দল। বন দফতর জানিয়েছে, দলে ৮টি হাতি রয়েছে। শনিবার রাতে সুবর্ণরেখার ডাংডুং ঘাট পার হয়ে বাঘমুণ্ডির গাগি ও শালডোবরা এলাকায় ঢুকে কিছু ধানের জমি তছনছ করে হাতিগুলি। বন দফতর জানিয়েছে, হুলাপার্টি হাতির দলটিকে সুবর্ণরেখা নদী পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Advertisement

আটক শ্যামেলিয়ন

বন দফতর ও পুলিশের যৌথ অভিযানে ফের দু’টি শ্যামেলিয়ন উদ্ধার হল। গ্রেফতার করা হয়েছে শ্যামেলিয়ন পাচার চক্রে জড়িত দুই ব্যাক্তিকেও। শনিবার বিকেলে বেলদা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে রানিসরাই মোড়ের একটি ডেকরেটরের দোকানে হানা দিয়ে দোকানের মালিক ওই থানা এলাকার নহপাড়ের বাসিন্দা সঞ্জীব প্রধান ও তাঁর সহযোগী কসবার বাসিন্দা শেখ আব্দুল আজিজকে ধরা হয়। ওই দোকানেই একটি ব্যাগে মুখ বন্ধ অবস্থায় শ্যামেলিয়ন দু’টি উদ্ধার হয়। রবিবার ধৃতদের মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে ফের সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পায়রার মড়ক

পরপর পায়রার মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ধুবুরিতে। গত দুই সপ্তাহ ধরে শহর এবং লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটছে। বহু পায়রা অসুস্থ হয়েছে। বাসিন্দাদের থেকে খবর পেয়ে শনিবার ধুবুরির দুই জন সরকারি পশু চিকিত্‌সক এক আইনজীবীর বাড়ি যান। ওই বাড়িতে থাকা ৫০০ পায়রা মারা গিয়েছে। অসুস্থ বেশ কয়েকটি। অসুস্থ পায়রাগুলির রক্ত, মলের নমুনা সংগ্রহ করা হয়। মৃত পায়রাগুলির দেহ থেকেও বিভিন্ন নমুনা নেওয়া হয়েছে। তা গুয়াহাটি পশু চিকিত্‌সা মহাবিদ্যালয়ে পাঠানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement