টুকরো খবর

ঘাস কাটতে গিয়ে বুনো দাঁতালের হানায় জখম হলেন শ্রমিক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) জঙ্গল লাগোয়া তুরতুরি চা বাগানের ৮ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকের নাম শুকরা খড়িয়া। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ছুড়ে মারে ওই দাঁতালটি। বাগানের নালায় ছিটকে পড়ে তাঁর মাথায়, বুকে প্রচণ্ড আঘাত লাগে। তিনি আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০৩:০১
Share:

হাতির হানায় জখম

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

ঘাস কাটতে গিয়ে বুনো দাঁতালের হানায় জখম হলেন শ্রমিক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) জঙ্গল লাগোয়া তুরতুরি চা বাগানের ৮ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকের নাম শুকরা খড়িয়া। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ছুড়ে মারে ওই দাঁতালটি। বাগানের নালায় ছিটকে পড়ে তাঁর মাথায়, বুকে প্রচণ্ড আঘাত লাগে। তিনি আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement


উঁচু গাছ থেকে পড়ে গিয়েছিল মা হনুমান। কিন্তু তখনও মায়ের বুক আঁকড়ে ধরেছিল ১৫ দিনের শিশু হনুমানটি।
তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা পৌঁছে দেন লাভপুর মহু গ্রামের বাসিন্দা ইভা ভট্টাচার্যের বাড়িতে।
ওই শিশু হনুমানটি এখন তারই পোষ্য। এলাকায় ইভাদেবী মূলত পশুপ্রেমী বলেই পরিচিত।
মা হনুমান মারা
যাওয়ার পর ওই শিশু হনুমানটিকে সন্তান স্নেহে মানুষ করছেন তিনি।
হনুমানটির নাম রেখেছেন নিজের নাতির নামেই ‘রাজা’।—নিজস্ব চিত্র।


ডানা মেলে। আমেরিকার লুইভিল শহরে দড়ির উপর কারসাজি দেখাতে ব্যস্ত ফড়িং। ছবি: গেটি ইমেজেস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement