টুকরো খবর

সাপের ছোবলে মারা গেল এক বালিকা। সরস্বতী মাহাতো (৯) নামে ওই বালিকা পুরুলিয়া মফস্সল থানা এলাকার পোদলাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার মামাবাড়ি রামনগর গ্রামে পড়াশোনা করছিল। সে সময় তার হাতে একটি সাপ ছোবল দেয়। রাতেই তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সে মারা যায়।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০২:৫২
Share:

সাপের ছোবলে মৃত

Advertisement

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

সাপের ছোবলে মারা গেল এক বালিকা। সরস্বতী মাহাতো (৯) নামে ওই বালিকা পুরুলিয়া মফস্সল থানা এলাকার পোদলাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার মামাবাড়ি রামনগর গ্রামে পড়াশোনা করছিল। সে সময় তার হাতে একটি সাপ ছোবল দেয়। রাতেই তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সে মারা যায়।

Advertisement

চিতাবাঘের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • শিলচর

জঙ্গল থেকে চা-বাগানে ঢুকে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি চিতাবাঘের। বন দফতর সূত্রে দানা গিয়েছে, চিতাবাঘটি কাল রাতে অসমের তলাপানি জঙ্গল থেকে ডিব্রুগড় জেলার রমাই চা-বাগানে ঢুকে পড়ে। আজ সকালে তার দেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। অন্য দিকে, গত কাল রাতে শোণিতপুরের রাঙাপাড়া এলাকায় একদল হাতি তাণ্ডব চালায়। তিনটি বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি তার সংলগ্ন খেতের ফসলও নষ্ট করে।

কলেজে বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কলেজের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ হল শুক্রবার। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের তরফে অধ্যক্ষ বিজয়কৃষ্ণ জানা জানান, এ দিন কলেজ চত্বরে ১৫টি গাছ পোঁতা হয়। রক্তের শ্রেণি নির্ণয়ের শিবিরও হয়।

বাঘের হানা

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে এক গৃহবধূকে বাঘে টেনে নিয়ে গেল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোসাবার ঝিলা নদীতে। বন দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ভগবতী মণ্ডল (৪২) নামে ওই মহিলা ও তাঁর স্বামী সুনীল মণ্ডল এক প্রতিবেশীর সঙ্গে নৌকো করে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ঝিলা-৫ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ওই মহিলাকে নিয়ে যায়। বাকি দু’জন নৌকো থেকেই লাঠি দিয়ে বাঘকে ভয় দেখানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “এক মহিলাকে বাঘে টেনে নিয়ে গিয়েছে শুনেছি। ক্ষতিপূরণ দেওয়া যায় কি না দেখছি।”

সাপের কামড়ে মৃত্যু

সাপের কামড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পুলিশ জানায়, মৃত ভাগ্যবতী দাইয়ের (৫৫) বাড়ি ময়ূরেশ্বর থানার দক্ষিণগ্রাম। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে গৃহস্থালির কাজ করার সময় ওই প্রৌঢ়াকে সাপে কাটে। বিকেলে রামপুরহাট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।


উঁকিঝুঁকি। তালদিতে তোলা ছবি।


আমার সন্তান যেন... শুক্রবার ব্যারাকপুরে সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন