চাঁদের আরও কাছাকাছি

ইসরো জানাচ্ছে, পরিকল্পনা মতো নিখুঁত ভাবে সারা হয়েছে আজকের কাজ। চন্দ্রযান ২-এর সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০২:৩৮
Share:

খুব শীঘ্র চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম।

নিখুঁত ভাবে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে গত কালই। এ বার চক্কর কাটতে কাটতে চাঁদের আরও কাছের কক্ষপথে পৌঁছবে চন্দ্রযান ২। তার জন্য সেটির ‘প্রপালশন সিস্টেম’-কে ব্যবহার করে কক্ষপথে কিছুটা বদল ঘটানো হল আজ দুপুরে। কাজটা শুরু হয় বেলা ১২টা ৫০ মিনিটে। চলে ২০ মিনিট ২৮ সেকেন্ড ধরে। কক্ষপথে পরের বদলটি ঘটানো হবে ২৮ অগস্ট, সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ’টার মধ্যে।

Advertisement

ইসরো জানাচ্ছে, পরিকল্পনা মতো নিখুঁত ভাবে সারা হয়েছে আজকের কাজ। চন্দ্রযান ২-এর সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে। উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ থেকে এর সর্বোচ্চ দূরত্ব এখন ৪৪১২ কিলোমিটার। সর্বনিম্ন ১১৮ কিলোমিটার। আরও তিন বার পথ বদলে ২ সেপ্টেম্বর এটিকে ১০০x৩০ কিলোমিটার কক্ষপথে নামিয়ে আনা হবে, যাতে অরবিটার থেকে আলাদা হয়ে ল্যান্ডার বিক্রম নামতে পারে চাঁদে। তার আগে শব্দের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি গতিতে, ঘণ্টায় ৩৯ হাজার ২৪০ কিলোমিটার পেরিয়ে চলা চন্দ্রযান ২ তথা তার মধ্যে থাকা বিক্রম-প্রজ্ঞানকে শান্ত করতে হবে। গতি কমাতে হবে ধাপে ধাপে। বিক্রমের অভিমুখও ঘুরিয়ে নিতে হবে ৯০ ডিগ্রি। অবতরণ ৭ সেপ্টেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন