Science News

দৈত্যাকার ডাইনোসরের ডিম মিলল গুজরাতে

যেটা এখন গুজরাতের মহিষাগড়ের বালাসিনর এলাকা, সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগে এই প্রজাতির ডাইনোসররা দাবিয়ে বেড়াত সেই বিস্তীর্ণ এলাকায়। ডিম পাড়ত। বালাসিনরের রাইওলি ছিল গোটা বিশ্বে ডাইনোসরদের ডিম পাড়ার বৃহত্তম ক্ষেত্রগুলির অন্যতম।

Advertisement

সংবাদ সংস্থা

বডোদরা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ২০:২৩
Share:

সেই ডাইনোসরের ডিম। ছবি: সংগৃহীত।

দৈত্যাকার মাংশাসী ডাইনোসরের ডিম মিলল গুজরাতে। মহিষাগর জেলার মুভাড়া গ্রামে।

Advertisement

যেটা এখন গুজরাতের মহিষাগড়ের বালাসিনর এলাকা, সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগে এই প্রজাতির ডাইনোসররা দাবিয়ে বেড়াত সেই বিস্তীর্ণ এলাকায়। ডিম পাড়ত। বালাসিনরের রাইওলি ছিল গোটা বিশ্বে ডাইনোসরদের ডিম পাড়ার বৃহত্তম ক্ষেত্রগুলির অন্যতম।

সেই রাইওলি থেকেই ১০ কিলোমিটার দূরে মহিষাগড়ের মুভাড়া গ্রামে শনিবার মাটি খুঁড়তে গিয়ে ক্রেটাশিয়াস যুগের ডাইনোসরের দৈত্যাকার একটি প্রজাতির ডিমের হদিশ মিলেছে। ডিমটি পাওয়া গিয়েছে ভাঙা অবস্থায়। ওই প্রজাতির ডাইনোসরের নাম- ‘রাজাসরাস নর্ম্যাডেন্সিস’।

Advertisement

একটি বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে ডিমটির হদিশ পান শ্রমিকরা। তাঁরা সেটি তুলে দিয়েছেন স্থানীয় মামলাতদারের (মহকুমা স্তরের রাজস্ব আধিকারিক) হাতে। তিনি ওই ডিমটি তুলে দেবেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর হেফাজতে। ডিমটি সত্যি সত্যিই ডাইনোসরের কি না, হলে তা ঠিক কোন সময়ের, জিএসআইয়ের গবেষণাগারেই তা পরখ করে দেখা হবে।

আরও পড়ুন- বৃহস্পতির চাঁদে প্রাণ আছে? বাঙালির চোখে খুঁজে দেখবে নাসা​

আরও পড়ুন- ভারত কি ঝুঁকছে ইজরায়েলের দিকে? বিশেষজ্ঞেরা বললেন...

ডাইনোসর বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে ৬ কোটি বছর আগে ওই প্রজাতির ডাইনোসরদের বিচরণ ক্ষেত্র ছিল মূলত, নর্মদা নদীর অববাহিকায়। ডিম পাড়ার জন্য তারা যেত দাক্ষিণাত্য (অধুনা মধ্য ও দক্ষিণ ভারত) আর গুজরাতের বিভিন্ন এলাকায়।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, ডিমটি শাকাহারী ডাইনোসরেরও হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন