Science news

অত্যাধুনিক এই গ্যাজেটগুলো আছে আপনার কাছে?

সময়ের সঙ্গে প্রযুক্তির আরও উন্নতি হচ্ছে। এমন সব গেজেট চলে এসেছে বাজারে যা দেখলে তাক লেগে যাবে। তেমনই কিছু অত্যাধুনিক গ্যাজেট রইল গ্যালারিতে:

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৪:৫০
Share:
০১ ০৬

সময়ের সঙ্গে প্রযুক্তির আরও উন্নতি হচ্ছে। এমন সব গেজেট চলে এসেছে বাজারে যা দেখলে তাক লেগে যাবে। তেমনই কিছু অত্যাধুনিক গেজেট রইল গ্যালারিতে:

০২ ০৬

এখন সকলেই ভীষণ ডায়েট নিয়ন্ত্রণ করে চলেন। কোন খাবারে কতটা ক্যালরি, কী পুষ্টিগুণ আছে তা জানতে চান। ডায়েট সেন্সর এই কাজটাই সহজ করে দেয়। যে কোনও খাবারের উপরে এই যন্ত্রটি রেখে চালু করলে তাতে কী কী গুণ আছে সব আপনার মোবাইলে ইনস্টল করা অ্যাপে দেখতে পাবেন।

Advertisement
০৩ ০৬

ছবি তোলা আর খাবার বয়ে নিয়ে যাওয়া ড্রোনকে ভুলে যান। বাজারে এসে গেছে এন্যাঙ্গ ১৮৪ প্যাসেঞ্জার ড্রোন। অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে। একস্থান থেকে অন্যস্থানে যাত্রী নিয়ে যেতে সক্ষম।

০৪ ০৬

প্যারট ডিস্ক স্পাই ড্রোন। দু’পাশে দুটো ডানা আছে। তাই এটাকে প্যারট ড্রোন বলা হয়। টানা ৪৫ মিনিট ধরে আকাশে উড়তে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ মাইল। অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিংও করতে পারে।

০৫ ০৬

মডিউলার টিভি। একটা ডিসপ্লেকে আটভাগে ভেঙে দিতে পারে এই অত্যাধুনিক টিভি। প্রত্যেকটা স্ক্রিনই নিজের ইচ্ছামতো ঘুরিয়ে নিতে পারেন। স্ক্রিন ডিসপ্লে ইচ্ছেমতো বদলাতে পারেন।

০৬ ০৬

উন্নত প্রযুক্তির রোবট লোমো। সাধারণ রোবটের থেকে অনেকটাই আলাদা এই রোবট। জিপিএস ট্র্যাকার, ভয়েস রেকগনাইজার, এমনকী বিশেষ সেন্সরও আছে। রোবট চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement