NASA

নাসার যান দেখা গেল কলকাতার আকাশেও, ফের দেখা যাবে ১ ডিসেম্বর

আকাশে তারা গুনতে কার না ভাল লাগে! হাজার তারার ভিড়ে শুকতারা, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডলদের নিষ্পলক দৃষ্টিতে খুঁজতে বেশ লাগে। তাই না! অন্ধকার রাতের আকাশে ‘প্রাণহীন’ তারারা বিরামহীন মিটমিট করে জ্বলে। কিন্তু জানেন কি এইসব তারাদের ভিড়ে কিছু ‘তারা’ রয়েছে, যেখানে সত্যি প্রাণ রয়েছে?

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:৩২
Share:

নাসার স্পেস স্টেশন

আকাশে তারা গুনতে কার না ভাল লাগে! হাজার তারার ভিড়ে শুকতারা, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডলদের নিষ্পলক দৃষ্টিতে খুঁজতে বেশ লাগে। তাই না! অন্ধকার রাতের আকাশে ‘প্রাণহীন’ তারারা বিরামহীন মিটমিট করে জ্বলে। কিন্তু জানেন কি এইসব তারাদের ভিড়ে কিছু ‘তারা’ রয়েছে, যেখানে সত্যি প্রাণ রয়েছে?

Advertisement

পৃথিবীর বাসিন্দা নিজস্ব ‘তারা’ (উপগ্রহ) বানিয়ে ওই আকাশে ঘাঁটি গেড়েছে। সেখানে বসে মহাকাশবিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখে দেখা যায় ওই মহাকাশচারীদের ‘বাড়ি’। তা বলে কলকাতা থেকে? হ্যাঁ, আপনি কলকাতায় বসে খালি চোখে নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে দেখতে পাবেন। কবে? নাসার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর অবধি দেখা যাবে নাসার স্পেস স্টেশন। সোমবারের মতো আজ মঙ্গলবারও আকাশে চোখ রেখে দেখা মিলল স্পেস স্টেশনের। সোমবারের থেকে এর স্থায়ী ছিল আরও একটু বেশি। সন্ধে ৫.৩৯ মিনিটে উত্তর পশ্চিমের পশ্চিম দিকে চোখ রাখলে চলমান আলোর বিন্দু নজর পড়ে। স্থায়ী ছিল ৪ মিনিট। এর পর ১ ডিসেম্বর দেখা যাবে। কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, জব্বলপুর, আমদাবাদ, নাগপুরের মতো বিভিন্ন শহরে সিগনাস এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দেখা মিলবে।

Advertisement

সিমলার আকাশে ধরা পড়েছে স্পেস স্টেশনের ছবি। সেকেন্ডে ৭.৬ কিলোমিটার বেগে ছুটে চলেছে নাসার স্পেস যান। দেখুন ভিডিও

আজ কলকাতার আকাশে স্পেস স্টেশন দেখতে গেলে আপনাকে উত্তর-পশ্চিম মুখ করে আরও পশ্চিম আকাশে চোখ রাখতে হবে। ধরুন, ধর্মতলায় দাঁড়ালে উত্তর-পশ্চিম দিকে পড়বে ইডেন গার্ডেন্স। তার পশ্চিম, বাবুঘাটের দিকে চোখ রাখলে স্পেস স্টেশনের দেখা মিলবে।

কলকাতায় নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখার সময় তালিকা। তথ্য- নাসা

কলকাতায় নাসার সিগনাস দেখার সময় তালিকা। তথ্য- নাসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন