বাজারে এল সোনি এক্সপেরিয়ার দু’টি নতুন মডেল, জেনে নিন দাম ও ফিচার

সোনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস এবং এক্সপেরিয়া আর ওয়ান।  যা নিয়ে গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য। আসুন দেখে নেওয়া যাক ফোন দু’টি সম্পর্কে কিছু তথ্য—

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১৭:৩২
Share:
০১ ০৮

সোনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। অন্যদিকে সোনি এক্সপেরিয়া আর ওয়ান ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে।

০২ ০৮

সোনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমে চালিত। অন্য ফোনটিও অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমেই চালিত হবে।

Advertisement
০৩ ০৮

এক্সপেরিয়া আর ওয়ান প্লাসে রয়েছে ৩ জিবি র্যা।ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। এ দিকে আর ওয়ানে ২ জিবি র্যা।ম রয়েছে। তা ছাড়া কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

০৪ ০৮

এরই সঙ্গে সোনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটি ৩২ জিবি বিল্ট ইন মেমরিতে পাওয়া যাবে। মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

০৫ ০৮

সোনি এক্সপেরিয়া আর ওয়ানে রযেছে বিল্ট ইন মেমরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

০৬ ০৮

প্রথম ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের এক্সমোর সোনি সেন্সর সম্বলিত ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

০৭ ০৮

অন্যটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

০৮ ০৮

ফোন দুইটি ভারতের বাজারে পাওয়া যাবে ১০ নভেম্বর থেকে। ভারতের বাজারে ফোন দু’টির দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯০টাকা এবং ১২ হাজার ৯৯০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement