Covid 19

Omicron: ওমিক্রনকে রুখতে পারছে বুস্টার টিকা: মডার্না

ডেল্টা-সহ করোনাভাইরাসের অন্য রূপগুলিকে রুখতে মডার্নার দুটি পর্বের কোভিড টিকা যতটা সফল হয়েছে ওমিক্রনের ক্ষেত্রে সেই সাফল্যের হার অনেকটাই কম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৩:১০
Share:

এখন মডার্নার ৫০ মাইক্রোগ্রামের বুস্টার টিকাই বাজারে চালু রয়েছে। -ফাইল ছবি।

আমেরিকার ওষুধ সংস্থা মডার্নার বুস্টার কোভিড টিকা ওমিক্রনের সংক্রমণ রুখতে সফল হচ্ছে। মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হোগ সোমবার এ কথা ঘোষণা করেছেন।

Advertisement

তিনি এও জানিয়েছেন, দু’টি পর্বের মডার্নার টিকাও ওমিক্রনের সংক্রমণ কিছুটা রুখতে পারছে। তবে তা পুরোপুরি সফল হচ্ছে না। ডেল্টা-সহ করোনাভাইরাসের অন্য রূপগুলিকে রুখতে মডার্নার দু’টি পর্বের কোভিড টিকা যতটা সফল হয়েছে, ওমিক্রনের ক্ষেত্রে সেই সাফল্যের হার অনেকটাই কম। তবে দু’টি পর্বের কোভিড টিকার পরে বুস্টার টিকা দেওয়ার পর দেখা যাচ্ছে ওমিক্রনের সংক্রমণ অনেকটাই রোখা সম্ভব হচ্ছে।

মডার্নার তরফে সোমবার জানানো হয়েছে, যদি দু’টি পর্বে মডার্নার কোভিড টিকা কাউকে ১০০ মাইক্রোগ্রাম করে দেওয়া হয় তা হলে তার পর তাঁকে আরও ১০০ মাইক্রোগ্রামের বুস্টার টিকা দেওয়া হলে ওমিক্রনের সংক্রমণ তিনি রুখে দিতে পারছেন। অথবা সংক্রমিত হলেও তা খুব মৃদু হচ্ছে।

Advertisement

এখন মডার্নার ৫০ মাইক্রোগ্রামের বুস্টার টিকাই বাজারে চালু রয়েছে।

তবে মডার্নার তরফে জানানো হয়েছে, তাদের সাম্প্রতিক গবেষণা জানিয়েছে বুস্টার টিকা ৫০ মাইক্রোগ্রামের দেওয়া হলে ওমিক্রন রুখতে শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়ছে ৩৭ গুণ। আর তা ১০০ মাইক্রোগ্রামের দেওয়া হলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়ছে ৮৩ গুণ।

মডার্নার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ইনফ্লুয়েঞ্জার টিকা যেমন প্রতি বছর দেওয়া হয়, মনে হচ্ছে, করোনাভাইরাসের নতুন রূপগুলির সংক্রমণ রুখতে এ বারে সেই ভাবেই মডার্নার বুস্টার কোভিড টিকা দেওয়া হলেই কাজ হবে। রোখা যাবে সংক্রমণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন