এ বার ছবি তুলবে দেওয়াল?

দেওয়ালের কান আছে শুনেছিলেন, কিন্তু চোখের কথা শুনেছেন কি? এ বার তাহলে শুনুন। দেওয়াল নাকি এ বার ছবি তুলতে পারবে। মানে আপনি দেওয়ালের সামনে দাঁড়ালেন। আর হাঠত্ই দেওয়াল আপনার ছবি তুলে নিল! তবে কেরামতিটা আসলে দেওয়ালের নয়। দেওয়ালের পিছনে লুকিয়ে থাকা একটা ছোট্ট যন্ত্রের। অন্তত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলজির এক দল গবেষক তেমনই দাবি করছেন। এমআইটি-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব তৈরি করেছে এক নতুন আরএফ-ক্যাপচার ডিভাইস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ১০:৩৫
Share:

দেওয়ালের কান আছে শুনেছিলেন, কিন্তু চোখের কথা শুনেছেন কি? এ বার তাহলে শুনুন। দেওয়াল নাকি এ বার ছবি তুলতে পারবে। মানে আপনি দেওয়ালের সামনে দাঁড়ালেন। আর হাঠত্ই দেওয়াল আপনার ছবি তুলে নিল! তবে কেরামতিটা আসলে দেওয়ালের নয়। দেওয়ালের পিছনে লুকিয়ে থাকা একটা ছোট্ট যন্ত্রের। অন্তত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলজির এক দল গবেষক তেমনই দাবি করছেন। এমআইটি-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব তৈরি করেছে এক নতুন আরএফ-ক্যাপচার ডিভাইস। এই যন্ত্র ওয়্যারলেস সিগনাল পাঠিয়ে তার মাধ্যমে তৈরি করে ফেলতে পারবে মানব শরীরের প্রতিফলন। দেওয়ালের ওপারে কেউ হেঁটে চলে বেড়ালেও তার প্রতিফলন ধরা পড়বে আরএফ-ক্যাপচার ডিভাইসে। এমনকী, অনেক দূর থেকে হাতের লেখাও নাকি স্ক্যান করতে পারবে এই নতুন যন্ত্র।

Advertisement

এমআইটি-র পুরনো টেকনলজি গিজোম্বোর সাহায্যেই আরএফ-ক্যাপচার ডিভাইস তৈরি করেছেন গবেষকরা। রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে দেওয়ালের ওপারে থাকা কোনও বস্তুর গতি নির্ধারণ করতে এই প্রযুক্তি ব্যবহার করা হতো।

গবেষকদের দাবি, কোনও সেন্সর ছাড়াই প্রায় ৯০ শতাংশ নির্ভুল প্রতিফলন তৈরি করতে পারবে আরএফ-ক্যাপচার ডিভাইস।

Advertisement

দেখে নিন কীভাবে কাজ করবে আরএফ-ক্যাপচার ডিভাইস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন