এক ফোঁটা জল দিয়ে মহাকাশে পিংপং খেলা! দেখুন ভিডিও

এক ফোঁটা জল নিয়ে পিংপং খেলা সম্ভব? সাদা রঙের যে ছোট্ট পিংপং বল নিয়ে খেলে আমরা অভ্যস্ত, তার জায়গায় যদি এক ফোঁটা জল হাতে দিয়ে বলা হয়, এইটা দিয়ে পিংপং খেলতে হবে, তা হলে কী করবেন? উপায় রয়েছে। হদিশ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ১১:৫১
Share:

এক ফোঁটা জল নিয়ে পিংপং খেলা সম্ভব? সাদা রঙের যে ছোট্ট পিংপং বল নিয়ে খেলে আমরা অভ্যস্ত, তার জায়গায় যদি এক ফোঁটা জল হাতে দিয়ে বলা হয়, এইটা দিয়ে পিংপং খেলতে হবে, তা হলে কী করবেন? উপায় রয়েছে। হদিশ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

Advertisement

মহাকাশ স্টেশনে মাধ্যাকর্ষণের প্রভাব অত্যন্ত কম হওয়ায় বা প্রায় না থাকায় সেখানে এক ফোটা জল ফেললে তা নীচে পড়ে না। খুব ধীর গতিতে তা শূন্যে ভাসতে থাকে। জলের বিন্দুর মতো আকার নিয়েই তা ভেসে বেড়ায়। ছড়িয়ে পড়ে না বা ভেঙে যায় না। এই অবস্থার সুবাদে নাসার মহাকাশচারী স্কট কেলি শূন্যে ভাসিয়ে দেন ৪ মিলিমিটার আয়তনের এক ফোঁটা জল। তার পর টেবিল টেনিস ব্যাটের মতো দেখতে দু’টি প্যাডল হাতে নিয়ে স্কট কেলি ওই জলের ফোঁটাকে খুব হালকা ঠেলা দিতে শুরু করেন। এক বার নীচ থেকে ঠেলে উপরে তুলে দেন। ভাসতে ভাসতে জল-পিংপং ধাক্কা খায় উপরের প্যাডেলে। আবার নেমে আসে নীচে।

এক ফোঁটা জল নিয়ে পিংপং খেলার ভিডিও দেখতে ক্লিক করুন এই ছবিতে:

Advertisement

কেলি অনেক দিন ধরেই মহাকাশ স্টেশনে রয়েছে। ১৬ জানুয়ারি তিনি মহাকাশে থাকার ৩০০ দিন পূর্ণ করেছেন। সেখানে জলের ফোঁটা নিয়ে পিংপং খেলার ভিডিও রেকর্ড করেন তিনি। তার পর পাঠিয়ে দেন পৃথিবীতে।

আরও পড়ুন:

নয়া উপগ্রহ আকাশে, জিপিএস-এও ভারত এবার সম্পূর্ণ স্বনির্ভর

এই অদ্ভুত সুন্দর খেলার জন্য কেলি যে প্যাডল দু’টি ব্যবহার করেছেন, সেগুলি অবশ্য একটু বিশেষ ধরনের। প্যাডলের উপরের পরত যাতে জল শুষে নিতে না পারে, তার জন্য প্যাডলের উপর টেফলন কোটিং দিয়ে দেন কেলি। খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন গভীর তত্ত্ব সাধারণ মানুষকে বোঝাতে মহাকাশ থেকে পাঠানো এই ধরনের ভিডিও কাজে লাগান বিজ্ঞানীরা।

আরও দেখুন:

আকাশগঙ্গায় ‘হিরে’-র ঝলক, খুঁজে পেল নাসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন