আরও এক মাইলস্টোন, মোটা ইনক্রিমেন্ট পেলেন সুন্দর পিচাই

‘বস খুশ হ্যায়’, সুন্দর পিচাইয়ের! মোটা ইনক্রিমেন্ট পেলেন গুগ্‌লের চিফ এক্সিকিউটিভ অফিসার। ইনক্রিমেন্ট কখনও কোটিতে হয়, শুনেছেন? হয়, সেটা যিনি পাচ্ছেন, তাঁর নাম যদি হয় সুন্দর পিচাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪
Share:

‘বস খুশ হ্যায়’, সুন্দর পিচাইয়ের!

Advertisement

মোটা ইনক্রিমেন্ট পেলেন গুগ্‌লের চিফ এক্সিকিউটিভ অফিসার।

ইনক্রিমেন্ট কখনও কোটিতে হয়, শুনেছেন?

Advertisement

হয়, সেটা যিনি পাচ্ছেন, তাঁর নাম যদি হয় সুন্দর পিচাই।

ভাল কাজের জন্য পিচাইকে কোটি কোটি ডলার দিচ্ছে গুগ্‌ল। ১৯ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার। মানে, প্রায় ১৪০০ কোটি টাকা।

ইনক্রিমেন্টের ধরনটা কেমন, জানেন?

চেকে বিশাল অঙ্কের ডলার দেওয়া হচ্ছে, তা নয়। দেওয়া হচ্ছে গুগ্‌লের মূল নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যালফাবেট’-এর ওই দামের ‘সি’ ক্যাটেগরির শেয়ার। তার মানে, আন্তর্জাতিক বাজারে অন্যতম তেজি ওই শেয়ারের দুদ্দাড়িয়ে ওপরে ওঠার সঙ্গে সঙ্গে বাড়বে গুগ্‌লের ভারতীয় সিইও-র লভ্যাংশ, ইনক্রিমেন্টের পরিমাণও। সেই ‘ডিভিডেন্ড’টা তাঁর হাতে আসবে চার মাস অন্তর। ২০১৯ সাল পর্যন্ত, যদি তিনি অত দিন গুগ্‌লের সিইও থাকেন। যে দিন পিচাই ওই উপহার পেলেন, সে দিনই ‘লক্ষ্ণী বেচে লক্ষ্ণীলাভ’ হল তাঁর। ‘অ্যালফাবেট’-এর ‘এ’ ক্যাটেগরির শেয়ার বেচে পিচাই পেলেন তিন লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement