বিটা ভার্সনে নয়া শর্টকাট!
মোবাইলের ‘ডেস্কটপ’-এ হোয়াট্সঅ্যাপ আইকন। আগেও ছিল। এ বার ক্লিক না করে হোয়াট্সঅ্যাপের অন্যান্য ফিচারে সরাসরি চলে যেতে পারবেন। খুব শীঘ্রই আসছে হোয়াট্সঅ্যাপের লঞ্চার অ্যাপ শর্টকাটস। এই মুহূর্তে ফিচারটি পাওয়া যাবে হোয়াট্সঅ্যাপের বিটা ভার্সনে।
আরও পড়ুন- প্রতি দিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কত জন, জানলে চমকে যাবেন
অ্যাপ শর্টকাট ফিচার সম্পর্কে প্রথম জানিয়েছিল অ্যান্ড্রয়েড পুলিশ নামে একটি ওয়েবসাইট। আগেই প্রিয়জনের চ্যাট প্রোফাইলকে শর্টকাট করা যেত মোবাইল স্ক্রিনে। এখন সেখানে ক্যামেরার মতো অপশনও থাকবে বলে জানা যাচ্ছে। তবে, বিশেষজ্ঞদের মতে, স্ক্রিনে ভিড় বাড়াতে আলাদা করে কারও প্রোফাইলকে শর্টকাট অনেকেই করবেন না। তাই এখন দেখার এই শর্টকাটের মধ্যে নতুনত্ব কী রাখতে চলেছে হোয়াট্সঅ্যাপ।
এই ফিচার পরখ করে দেখতে গেলে প্লে স্টোরে গিয়ে হোয়াট্সঅ্যাপের বিটা ভার্সন ডাউনলোড করতে হবে। অথবা এপিকেমিরর ওয়েবসাইটে গিয়েও এই মেসেঞ্জার ডাউনলোড করতে পারেন।