Science News

আরও উন্নত হচ্ছে গ্রুপ কলিং, হোয়াট্সঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার

হোয়াট্সঅ্যাপের গ্রুপে আসতে চলেছে গ্রুপ কলিং শর্টকাট। এই শর্টকাটটির মাধ্যমে প্রথমেই বেছে নেওয়া যাবে আপনি কাকে কাকে কল করতে চান। তার পর একইসঙ্গে সকলের সঙ্গে কনফারেন্স কল করা যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১২:২১
Share:

প্রতীকী ছবি।

আগামী দিনে হোয়াট্সঅ্যাপে গ্রুপ কল করা আরও সহজ হবে। যে কোনও হোয়াট্সঅ্যাপ চ্যাট করা গেলেও গ্রুপ কলিং পদ্ধতিটা এখনও কিছুটা জটিল। প্রথমে কারওকে হোয়াটসঅ্যাপে কল করে তারপর একে একে সেঙ্গ কলে অন্যদেরকে যোগ করা যায়। অনেকটা সাধারণ কনফারেন্স কলের মতোই। কখনওই সকলকে একসঙ্গে কল করা যায় না। তবে আগামী দিনে তেমনটাই করা যাবে।

Advertisement

হোয়াট্সঅ্যাপের গ্রুপে আসতে চলেছে গ্রুপ কলিং শর্টকাট। এই শর্টকাটটির মাধ্যমে প্রথমেই বেছে নেওয়া যাবে আপনি কাকে কাকে কল করতে চান। তার পর একইসঙ্গে সকলের সঙ্গে কনফারেন্স কল করা যাবে।

এর সঙ্গেই আসতে চলেছে আরও দুটি ফিচার। বর্তমানে আপনাকে কেউ ভয়েস মেসেজ পাঠালে প্রতিটি মেসেজে ট্যাপ করলে তবেই সেটি শোনা যায়। তবে এ বার আপনার চ্যাটে একাধিক ভয়েস মেসেজ এলে স্বয়ংক্রিয় ভাবে একটার পর একটা চলতে শুরু করবে।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

এ ছাড়াও আসছে ভিডিয়ো প্রিভিউ ফিচার। অর্থাৎ কেউ যদি আপনাকে ভিডিয়ো মেসেজ পাঠায় তা হলে ফোন লক থাকা অবস্থাতেই আপনি সেই মেসেজের একটা ঝলক দেখে নিতে পারবেন। আপনি ইচ্ছামতো এই প্রিভিউ বিকল্পটিকে চালু বা বন্ধ করতে পারবেন।

আরও পড়ুন: এটাই বিশ্বের সবচেয়ে সস্তা এলসিডি টিভি

আরও পড়ুন: ৬৫ পয়সায় ১ লিটার! সমুদ্রের জলেই এ বার তৃষ্ণা মেটানো যাবে

আপাতত এই সব ফিচারই আসতে চলেছে হোয়াট্সঅ্যাপের বিটা ভার্সনে। বিটা টেস্টিংয়ের পরই সেগুলি হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন