উৎপাত চালানো বাঁদরের মৃত্যু

বেশ কিছু দিন ধরেই এলাকায় উৎপাত শুরু করেছিল একটি বাঁদর। জনা দ’শেক গ্রামবাসী তার কামড়ে জখমও হয়েছেন। বন দফতর চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাঁদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করল বন দফতর। বড়জোড়ার মালিয়াড়া গ্রামের কিনারপাড়া এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০২:২৯
Share:

বেশ কিছু দিন ধরেই এলাকায় উৎপাত শুরু করেছিল একটি বাঁদর। জনা দ’শেক গ্রামবাসী তার কামড়ে জখমও হয়েছেন। বন দফতর চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাঁদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করল বন দফতর। বড়জোড়ার মালিয়াড়া গ্রামের কিনারপাড়া এলাকার ঘটনা। বাঁদরটির মৃত্যুর সঠিক কারণ বুঝে উঠতে পারেনি বন দফতর। বড়জোড়ার রেঞ্জ আধিকারিক মোহন শীট বলেন, “মৃত বাঁদরটির ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’ তবে বাঁদরটির গায়ে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে। উৎপাতের জেরে রেগে গিয়ে কিছু লোক বাঁদরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে আশঙ্কা বন দফতরের। মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চামেলি লোহার অবশ্য বলেন, “ওই বাঁদরটি দলছুট ছিল। চার-পাঁচটা কুকুর তাকে রাস্তায় পেয়ে আক্রমণ করে। আর তাতেই বাঁদরটির মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement