খাঁচাবন্দি চিতাবাঘ

ফের চিতাবাঘ খাঁচাবন্দি হল ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। বিরাট ওই চিতাবাঘটি গত এক মাস ধরে ওই বাগানে ত্রাস সৃষ্টি করেছিল। মাঝে মধ্যেই শ্রমিক মহল্লা থেকে ছাগল, গরু, হাঁস, মুরগি খেয়ে নিচ্ছিল চিতাবাঘটি।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০২:২০
Share:

ফের চিতাবাঘ খাঁচাবন্দি হল ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। বিরাট ওই চিতাবাঘটি গত এক মাস ধরে ওই বাগানে ত্রাস সৃষ্টি করেছিল। মাঝে মধ্যেই শ্রমিক মহল্লা থেকে ছাগল, গরু, হাঁস, মুরগি খেয়ে নিচ্ছিল চিতাবাঘটি। চা বাগানের তরফে অভিযোগ পেয়ে চলতি সপ্তাহেই খাঁচা পাতে বন দফতর। শুক্রবার রাতে ফাঁদে পড়ার পরেও লোহার খাঁচার অন্য প্রান্তে থাকা ছাগলটিকে খাঁচার ফাঁক দিয়ে নখের আঁচড়ে মেরে ফেলে চিতাবাঘটি। শনিবার সকালেই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এবং মেটেলি থানার পুলিশ এসে চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসেও আরও একটি চিতাবাঘ আইভিল বাগান থেকে খাঁচাবন্দি করে বন দফতর। ছবি: সব্যসাচী ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement