খাবারের খোঁজে

ময়রাকাটার জঙ্গল থাকা চারটি রেসিডেন্সিয়াল হাতির একটি বারবার বেরিয়ে পড়ে খাবার খোঁজে। বুধবারও তার দাপটে ব্যহত হল ৬০ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। এ দিন সকালে একটি লরি আটকে খানিকটা আটা খায় সে।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০২:২৮
Share:

—নিজস্ব চিত্র।

ময়রাকাটার জঙ্গল থাকা চারটি রেসিডেন্সিয়াল হাতির একটি বারবার বেরিয়ে পড়ে খাবার খোঁজে। বুধবারও তার দাপটে ব্যহত হল ৬০ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। এ দিন সকালে একটি লরি আটকে খানিকটা আটা খায় সে। সুযোগ বুঝে লরি চালক চম্পট দিলে হাতিটি আটকায় একটি পিক-আপ ভ্যান ও একটি যাত্রী বাহী বাস। সুবিধা হয়নি। ফলে বিকেলের দিকে আবার হানা দিয়ে একটি ধান বোঝাই লরি আটকায় সে। খানিকটা ধান খাওয়ার পরই অবশ্য ফাটতে শুরু করে চকোলেট বোম। বনদফতরের কর্মীরা হাতিটিকে ঢুকিয়ে দেয় জঙ্গলে। তবে ডিএফও (রূপনারায়ণ) অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, আজ, হুলা পার্টি দিয়ে হাতিটিকে আরও গভীর জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement