চশমা নাকে খসে পড়ছে? সমস্যা দূর করবে গুগ্‌ল

আপনার চশমা কি বার বার চোখ থেকে খসে নাকের উপর এসে পড়ছে? কাজের মধ্যে বার বার চশমা ঠিক করতে বেশ অস্বস্তি বোধ করছেন? এ বার সেই সমস্যা দূর করতে গুগ্‌ল নিয়ে আসছে এক নতুন ধরনের যান্ত্রিক চশমা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১২
Share:

আপনার চশমা কি বার বার চোখ থেকে খসে নাকের উপর এসে পড়ছে? কাজের মধ্যে বার বার চশমা ঠিক করতে বেশ অস্বস্তি বোধ করছেন? এ বার সেই সমস্যা দূর করতে গুগ্‌ল নিয়ে আসছে এক নতুন ধরনের যান্ত্রিক চশমা। এর মধ্যে রয়েছে এক ধরনের মোশন ডিটেক্টর ও কয়েকটি সূক্ষ্ম মোটর। ব্যক্তির চলাফেরার উপর চশমাটিকে নিয়ন্ত্রণ করবে ওই ডিটেক্টর। চশমা খসে নাকে চলে এলেই সেটি ইঙ্গিত দিতে শুরু করবে চশমার হ্যান্ডেলকে— কতটা টাইট বা লুজ করতে হবে!

Advertisement

সংস্থা জানাচ্ছে, ভেঙে যাওয়ার ভয়ে যে সব খেলোয়াড়রা চশমা পরতে ভয় পান, এই নতুন ধরনের চশমা ব্যবহারে তাঁরা খুবই উপকৃত হবেন।

দৌড়নোর সময় বা ঝুঁকে কাজ করতে গেলে মোশন ডিটেক্টরের মাধ্যমে চশমার হ্যান্ডেলে পৌঁছে যাবে বার্তা। তখনই হ্যান্ডেল দু’টি টাইট হয়ে এঁটে থাকবে চোখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement