টুকরো খবর

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের চেষ্টা রুখতে পুরকর্মীদের অভিযানের সময় অস্ত্র দেখিয়ে কাজে বাধা দেওয়া অভিযোগ উঠল শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। বুধবার অভিযানের সময় পুলিশের সামনেই ওই ঘটনা বলে অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ০০:৪৭
Share:

প্লাস্টিক বন্ধে অভিযানে বাধা, নালিশ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের চেষ্টা রুখতে পুরকর্মীদের অভিযানের সময় অস্ত্র দেখিয়ে কাজে বাধা দেওয়া অভিযোগ উঠল শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। বুধবার অভিযানের সময় পুলিশের সামনেই ওই ঘটনা বলে অভিযোগ। তা নিয়ে আজ, শুক্রবার শিলিগুড়ি পুর কমিশনার জরুরি বৈঠক ডাকেন। ঘটনার কথা নিয়ন্ত্রিত বাজারের চেয়ারম্যান তথা শিলিগুড়ির মহকুমাশাসককে জানানো হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পরে পুলিশে কোনও অভিযোগ না জানানোয় পুরকর্মীদের একাংশ হতাশ। মাছ ব্যবসায়ীদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। শিলিগুড়ির মহকুমাশাসক দীপাপ প্রিয়া বলেন, “পুর কমিশনার বিষয়টি জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করব।” নিয়ন্ত্রিত বাজারে মাছের কারবারিরা ক্যারিব্যাগ ব্যবহার করছেন শুনে পুর কর্মীরা পুলিশ নিয়ে অভিযান চালান। মাছ বাজারে যেতেই কিছু লোক তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। প্লাস্টিকের ক্যারিব্যাগে মাছ মুড়ে বিভিন্ন বাজার থেকে আসা খুচরো ব্যবসায়ীদের বিক্রি করা হচ্ছে দেখে পুর কর্মীরা জরিমানা করতে যান। তখন কয়েক জন প্রাণে মেরে ফেলার ভয় দেখান বলে অভিযোগ। ওই দিন পুরসভার সাফাই বিভাগের আধিকারিক শঙ্কর গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান হয়। শঙ্করবাবু বলেন, “ বৈঠকে আমাদের ডাকা হয়েছে। পুর কমিশনারকে সবই জানিয়েছি। বৈঠকে ফের বলব।’’

Advertisement

ময়াল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর

ময়াল উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল গ্রামবাসীরা. ঘটনাটি পুরুলিয়ার কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের মোহনডাঙা গ্রামের। এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের মধ্যে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরের মধ্যে ময়ালটিকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। কাশীপুরের রেঞ্জ অফিসার দেবাশিস ভঞ্জ জানান, পূর্ণবয়স্ক ময়ালটি প্রায় ১১ফুট লম্বা এবং পনেরো কেজি ওজনের। ময়ালটিকে প্রাথমিক পরিচর্যা করে কাশীপুরে হাড়িভাঙা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বৃক্ষরোপণ

জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বন দফতরের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু হল ইসলামপুরে। রবিবার সকালে জাতীয় সড়কের ধারে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে চোপড়া দু’হাজার গাছ লাগান বন কর্মীরা। ইসলামপুরের বেশির ভাগ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে কোনও গাছই নেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহায়তায় ওই কর্মসূচি বলে জানায় বন দফতর।

গাড়িতে ঘোরা যাবে বক্সা কোর এলাকায়

চার বছর পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় পর্যটকদের কার সাফারির অনুমতি দিতে চলেছে বন দফতর। বৃহস্পতিবার সকালে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে গাইডদের সঙ্গে বৈঠক করেন বক্সা ব্যাঘ্র প্রকল্প ক্ষেত্র অধিকর্তা ও আধিকারিকরা। ১৬ সেপ্টেম্বর থেকে নিয়ম মেনে জিপসি গাড়িতে চেপে পর্যটকরা জঙ্গলের ঘুরতে পারবেন বলে দফতর সূত্রে জানানো হয়েছে। কোর এলাকার ভুটানঘাট, জয়ন্তীর ২৬ মাইল সহ অন্য এলাকায় পর্যটকদের সাফারির অনুমতি দেওয়া হয়েছে। ২০১০ সালে ১৬ সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা জঙ্গলের কোর এলাকা জয়ন্তীর ২৬ মাইল এবং ভুটানঘাটে পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “জিপসি গাড়িতে বাণিজ্যিক নম্বর থাকলেই ১৬ সেপ্টেম্বর থেকে জঙ্গলে প্রবেশের অনুমতি মিলবে। বন্ধ থাকা এলাকাগুলি পর্যটকদের জন্য নিয়ম মেনে খোলা হবে।” জয়ন্তী ট্যুরিস্ট গাইড ইউনিয়নের সম্পাদক শেখর ভট্টাচার্য বলেন, “তাসিগাঁ পুখরি, জয়ন্তী ২৬ মাইল, ভুটানঘাট, চুনিয়া ভুটিয়াবস্তি, রাজাভাতখাওয়া, ২৮ মাইল ও ২৫ মাইলে কার সাফারির অনুমতি মিলবে।” ইর্স্টান ডুয়ার্স রির্সট ওর্নাস অ্যাসোসিয়েশনের রামকুমার লামা বলেন, “বক্সায় ঘুরতে এসে পর্যটকরা নিরাশ হতেন। বন দফতর ফের ওই অনুমতি দেওয়ায় পর্যটকদের সংখ্যা বাড়বে বলেই আশা করছি।”

উদ্ধার গেকো

ট্রেন থেকে মিলল ৬টি বিরল প্রজাতির টোকে গেকো। গত কাল হাফলং স্টেশনে ট্রেনে দু’টি বাক্স পায় রেল পুলিশ। বাক্স খুলে প্রাণীগুলি পাওয়া যায়। সে গুলি বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন