টুকরো খবর

সর্পাঘাতে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম জানকী মাহাতা (৫০)। তাঁর বাড়ি সাঁওতালডিহি থানার পড়াডিহা গ্রামে। শনিবার দুপুরে বাড়িতে তাঁকে একটি সাপ ছোবল মারে।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০১:৫১
Share:

সর্পাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি

Advertisement

সর্পাঘাতে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম জানকী মাহাতা (৫০)। তাঁর বাড়ি সাঁওতালডিহি থানার পড়াডিহা গ্রামে। শনিবার দুপুরে বাড়িতে তাঁকে একটি সাপ ছোবল মারে। পাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

সাপের ছোবলে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সাপের ছোবলে মৃত্যু হল রিপন শেখ (২৬) নামে এক যুবকের। মৃতের বাড়ি মাড়গ্রাম থানার দুনিগ্রামে। পেশায় ট্রাকচালক রিপন বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে পাথর শিল্পাঞ্চলে একটি অফিসে শুয়েছিলেন। সেই সময় সাপ তাঁকে ছোবল মারে।

কেশিয়াড়িতে উদ্ধার শ্যামিলিয়ন

ছবি: রামপ্রসাদ সাউ।

কেশিয়াড়ির দক্ষিণডিহা গ্রাম থেকে একটি শ্যামিলিয়ন উদ্ধার করল বন দফতর। সোমবার বিকেলে স্থানীয় এক বাসিন্দা প্রাণীটিকে দেখতে পেয়ে বন দফতরের বেলদা রেঞ্জে খবর দেন। বনকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে আনেন। রেঞ্জার অনিন্দ্য গুহঠাকুরতা বলেন, “লক্ষাধিক টাকার বিনিময়ে এই ধরনের প্রাণী পাচার হয়ে যাচ্ছে। আমাদের ধারণা, কোনও পাচারকারীদের হাত ফসকে এই শ্যামিলিয়নটি রাস্তায় পড়ে গিয়েছিল।” পাচার রুখতে বন দফতর কড়া নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি।

সর্পাঘাতে মৃত্যু

সর্পাঘাতে এক ব্যক্তির মৃত্যু হল। শুক্রবার গোয়ালপোখর থানার মজলিশপুর এলাকায়। মৃতের নাম জুনা হেমব্রম (৫৫)। বাড়ি আবরাটোলায়। এদিন দুপুরে বাড়ির পাশেই ঝাড় থেকে বাঁশ কাটছিলেন জুনা। সেখানে একটি সাপ তাকে ছোবল দেয়। আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলে সেখানেই তার মৃত্যু হয়।

পরিবেশ রক্ষায়

দূষণ রুখে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সচেতনতা অভিযানে নামল রায়গঞ্জের পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন। শনিবার দিনভর সংগঠনের সদস্যরা রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডের দেবীনগর ও কসবা এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সচেতন করেন। সংগঠনের সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানান, প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করা, নিকাশিনালায় আবর্জনা না ফেলা, জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করা সহ গাছ লাগানোর ব্যাপারে সচেতন করা হয়েছে।

ভাসতে ভাসতে। ব্যারাকপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন