টুকরো খবর

প্রতি বারের মত এ বারেও কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে বৃক্ষরোপণ উৎসব। অরণ্য সপ্তাহ উপলক্ষে উৎসব চলবে ১৪ জুলাই থেকে ১ অগস্ট। প্রায় এক লক্ষ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে বিভিন্ন পার্ক এবং ফুটপাথে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ১৫টি বরোর প্রতিটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের শুরু হবে ১৪ তারিখ সকালে চ্যাপলিন পার্ক থেকে দু’টি ট্যাবলোর যাত্রার মাধ্যমে।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ০২:২৫
Share:

বৃক্ষরোপণ উৎসব

Advertisement

প্রতি বারের মত এ বারেও কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে বৃক্ষরোপণ উৎসব। অরণ্য সপ্তাহ উপলক্ষে উৎসব চলবে ১৪ জুলাই থেকে ১ অগস্ট। প্রায় এক লক্ষ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে বিভিন্ন পার্ক এবং ফুটপাথে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ১৫টি বরোর প্রতিটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের শুরু হবে ১৪ তারিখ সকালে চ্যাপলিন পার্ক থেকে দু’টি ট্যাবলোর যাত্রার মাধ্যমে। বৃক্ষরোপণের প্রচারে সারা শহরে ঘুরবে এগুলি। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

Advertisement

সর্পদষ্ট হয়ে দু’জনের মৃত্যু

শুক্রবার সর্পদষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। পুলিশ জানায়, ভোরে গোয়ালে গরু দেখতে যাচ্ছিলেন গোঘাটের বলরামপুরের বাসিন্দা বাদল রায় (৩২)। সেই সময়ে রাস্তায় একটি সাপ তাঁকে দংশন করে। আরামবাগ হাসপাতালে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, সকাল ৮টা নাগাদ আরামবাগের দক্ষিণ রসুলপুরের বাসিন্দা অপর্ণা বাগ (৪৬) নিজের ঘরে আলু বাছাই করতে গেলে একটি সাপ তাঁকে ছোবল মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

খাবারের খোঁজ। বালুরঘাটে।

হাতির হানায় মৃত্যু

দাঁতালের আক্রমণে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটানটি ঘটেছে ডুয়ার্সের জলদাপাড়া জঙ্গল লাগোয়া মাদারিহাট থানার শিশুবাড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম মারিয়া ওঁরাও (১৯)। গভীর রাতে দলছুট একটি দাঁতাল গ্রামে ঢুকে পড়ে বলে বন দফতর জানিয়েছে। সে সময় পালাতে গিয়ে দাঁতালে খুব কাছে চলে যায় তরুণীটি। সে সময় দাঁতালটি তাঁকে পিষে দেয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

পাখির নাম শচখা: অসীম শিকদারের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন