টুকরো খবর

সৈকত শহর দিঘার বাইপাসের ধারে নারেকল গাছের চারা রোপণ করে বৃহস্পতিবার ‘পূর্ব মেদিনীপুর জেলা বনমহোত্‌সব ২০১৪’-এর উদ্বোধন করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এ দিন নারকেল চারা রোপণ করেন জেলাশাসক অন্তরা আচার্যও।

Advertisement
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০২:০৯
Share:

দিঘায় গাছ পুঁতে শুরু বনমহোত্‌সব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি

Advertisement

সৈকত শহর দিঘার বাইপাসের ধারে নারেকল গাছের চারা রোপণ করে বৃহস্পতিবার ‘পূর্ব মেদিনীপুর জেলা বনমহোত্‌সব ২০১৪’-এর উদ্বোধন করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এ দিন নারকেল চারা রোপণ করেন জেলাশাসক অন্তরা আচার্যও। পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের উদ্যোগে এবং জেলা পরিষদ ও আইসিজেডএমপি’র সহযোগিতায় এ দিন দিঘার ওসিয়ানা হলে বনমহোত্‌সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশিরবাবু বলেন, “বিশ্বায়নের ফলে পৃথিবী ধ্বংস হতে বসেছে। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাতে হবে।” অনুষ্ঠানে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডলও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শেখ সুফিয়ান, বিধায়ক ফিরোজা বিবি, মত্‌স্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস প্রমুখ।

Advertisement

উদ্ধার শ্যামেলিওন

—নিজস্ব চিত্র।

একটি সরীসৃপ উদ্ধার হল হুগলি জেলার ধনেখালি এলাকার নারায়ণপুর থেকে। মঙ্গলবার সকালে ‘তারকেশ্বর গ্রিন মেটস’-এর সদস্য শুভ্র পাখিরার উদ্যোগে উদ্ধার হয় শ্যামেলিওন নামের ওই প্রাণীটি। ‘জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’-র বৈজ্ঞানিক কৌশিক দেউটি জানালেন, বিলুপ্তপ্রায় প্রজাতির এই সরীসৃপটি পশ্চিমবঙ্গের মালভূমি এলাকায় মাঝে মধ্যে দেখা গেলেও সমতলে এর দেখা মেলে না। রঙ বদলাতে পারদর্শী, তাই এর নামই বহুরূপী। গিরগিটির মতো দেখতে হলেও, গিরগিটি প্রজাতির অন্তর্ভুক্ত নয় শ্যামেলিওন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement