দাঁতালের হানা

দাঁতালের হানায় জেরবার হল ডুয়ার্সের বড়দিঘি চা বাগান এলাকার বাসিন্দারা। শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের গরুমারা জঙ্গল লাগোয়া চা বাগানে একটি দাঁতাল ঢুকে পড়ে। বাগানের শিশুশিক্ষা কেন্দ্র, রেশন গুদামেও হামলা চালিয়েছে একটি দাঁতাল।

Advertisement
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০২:০৯
Share:

ছবি: দীপঙ্কর ঘটক।

দাঁতালের হানায় জেরবার হল ডুয়ার্সের বড়দিঘি চা বাগান এলাকার বাসিন্দারা। শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের গরুমারা জঙ্গল লাগোয়া চা বাগানে একটি দাঁতাল ঢুকে পড়ে। বাগানের শিশুশিক্ষা কেন্দ্র, রেশন গুদামেও হামলা চালিয়েছে একটি দাঁতাল। গুদামের ১২ বস্তা চাল খেয়ে নষ্ট করে দেয় দাঁতালটি। হামলার জেরে শনিবার বাগানে শ্রমিকদের রেশন বিলি বাতিল করা হয়। বাগানের ম্যানেজার ইন্দ্রজিৎ সিংহ চহ্বাণ বলেন, ‘‘বাগান জুড়ে শ্রমিকেরা আতঙ্কে থাকেন। রাত হলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি না।’’ বাগানের কর্মী অমিতাভ ধরের কথায়, ‘‘রেশন গুদামের যা অবস্থা হয়েছে, তাতে এ দিন শ্রমিকদের রেশন দেওয়া যায়নি।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানে ঢুকে ধুবি লাইন এলাকায় অমৃত নায়েক নামে এক চা শ্রমিকের বাড়ি ভেঙে দেয় দাঁতালটি। হাতির হানার ঘটনায় নজরদারিতে বন দফতরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ মানতে চাননি গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও সুমিতা ঘটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement