পুর-উদ্যোগে অরণ্য সপ্তাহ

দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবার পুরসভার উদ্যোগে বুধবার থেকে শুরু হল অরণ্য সপ্তাহ পালনের অনুষ্ঠান। ওই উপলক্ষে এদিন বিকালে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানে সদস্যদের নিয়ে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০২:৪১
Share:

দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ডহারবার পুরসভার উদ্যোগে বুধবার থেকে শুরু হল অরণ্য সপ্তাহ পালনের অনুষ্ঠান। ওই উপলক্ষে এদিন বিকালে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানে সদস্যদের নিয়ে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়। এসডিও অফিসের সামনে থেকে ওই শোভাযাত্রা শুরু হয়ে ডায়মন্ডহারবার শহর পরিক্রমা করে পুরসভায় শেষ হয়। এ দিন পুরসভার পক্ষ থেকে ৮টি স্কুলের ছাত্রছাত্রী ও কয়েকটি প্রতিষ্ঠান থেকে আসা সদস্যদের হাতে আম, জাম, কাঁটাল, পেয়ারা, মেহগনি, জামরুল সহ নানা প্রজাতির চারা তুলে দেওয়া হয়েছে। পুরসভার পুর উপপুর প্রধান পান্নালাল হালদার বলেন, সারা সপ্তাহ ধরে আমরা ১০ হাজার চারা গাছ বিতরণ করব। পুর সভার এলাকার প্রতিটি কাউন্সিলারকে ২০০ করে গাছ দেওয়া হবে। এ ছাড়া পুলিশ প্রশাসনের অফিসে পাশের জমিতেও চারা লাগানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement