পথে হাতি

থমকে যানবাহন। শুক্রবার দুপুরে বড়জোড়ার তিনের মাইল জঙ্গলের কাছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে উঠে আসে এই দাঁতাল। এ দিনই আবার বড়জোড়ায় ছিল যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৭
Share:

ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ।

থমকে যানবাহন। শুক্রবার দুপুরে বড়জোড়ার তিনের মাইল জঙ্গলের কাছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে উঠে আসে এই দাঁতাল। এ দিনই আবার বড়জোড়ায় ছিল যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। ফলে ওই রাস্তায় যানচলাচলও ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। সেই কারণে আড়াইটা নাগাদ হাতি রাস্তায় চলে আসার ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় গাড়ি। বনকর্মীরা সজাগ থাকায় অল্প সময়ের মধ্যেই রাস্তা থেকে সরানো হয় হাতিটিকে। এই হাতিটি দিন তিনেক আগে দু’বার রাজ্য সড়কে উঠে খাবারের খোঁজ করছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement