হাতির গতি

অবশেষে চম্পা চলল গরুমারা। প্রায় দু’মাস সল্টলেকে বন দফতরের রেসকিউ সেন্টারে থাকার পরে আজ, বুধবার হাতিটিকে পাঠানো হচ্ছে ওই অভয়ারণ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০২:১৭
Share:

অবশেষে চম্পা চলল গরুমারা। প্রায় দু’মাস সল্টলেকে বন দফতরের রেসকিউ সেন্টারে থাকার পরে আজ, বুধবার হাতিটিকে পাঠানো হচ্ছে ওই অভয়ারণ্যে। মঙ্গলবার এ কথা জানান বন দফতরের এক কর্তা। হাতিটি পুষতে কালঘাম ছুটেছিল তাঁদের। আদালতের দ্বারস্থ হন তাঁরা। এ নিয়ে ফেসবুকে একটি পেজে টাকা পাঠানোর আবেদন করা হয়েছিল। তবে বনকর্তারা জানতে পারেন, অসাধু উদ্দেশ্যেই তা করা হয়েছে। বিধাননগর সাইবার থানায় তাঁরা অভিযোগ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement