হাতির হানায় মৃত

হাতির হানায় এক জনের প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে কামরূপের বকোয়। পুলিশ জানায়, গত রাতে ছয়গাঁওয়ের বামুনিগাঁও এলাকায় হাতির পাল ঢোকে। ধনিয়াগাঁও গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান গুণিরাম রাভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০২:৪৫
Share:

হাতির হানায় এক জনের প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে কামরূপের বকোয়। পুলিশ জানায়, গত রাতে ছয়গাঁওয়ের বামুনিগাঁও এলাকায় হাতির পাল ঢোকে। ধনিয়াগাঁও গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান গুণিরাম রাভা। অন্য দিতে চতিয়ার খাটোয়াল গ্রামেও হাতির তাণ্ডব চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement