হায়নার দেহ

একটি হায়নার মৃতদেহ উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার ভোরে রঘুনাথপুর শহর থেকে দুই কিলোমিটার দূরে বুন্দলা ও নতুনডি গ্রামের মধ্যে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে মৃত হায়নাটিকে দেখে রঘুনাথপুর বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৪
Share:

একটি হায়নার মৃতদেহ উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার ভোরে রঘুনাথপুর শহর থেকে দুই কিলোমিটার দূরে বুন্দলা ও নতুনডি গ্রামের মধ্যে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে মৃত হায়নাটিকে দেখে রঘুনাথপুর বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। হায়নাটির ময়নাতদন্ত করানো হয়েছে রঘুনাথপুর ১ ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে রঘুনাথপুরে আসেন ডিএফও (কংসাবতী উত্তর) সোমা দাস। রঘুনাথপুরে রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান,পূর্ণবয়স্ক মাদী হায়নাটির ওজন ৪০ কেজি। লম্বায় পাঁচ ফুট। প্রাথমিক ভাবে বন দফতরের অনুমান, রাস্তা পেরনোর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হায়নাটির। বন দফতর সূত্রের খবর, গত দেড় বছরে রাজ্য সড়কে নতুনডি গ্রামের কাছের এলাকা থেকেই এই নিয়ে তিনটি মৃত হায়না উদ্ধার হয়েছে। তার আগে নতুনডি থেকে তিন-চার কিলোমিটার দূরে ঝাড়ুখামার মোড়ের কাছেও হায়নার দেহ মিলেছিল। গড়পঞ্চকোট পাহাড়ে হায়না রয়েছে। বন-কর্তাদের ধারণা, রাতে খাবারের সন্ধানে হায়নাগুলি লোকালয়ে চলে আসে। ভোরে পাহাড়ে ফেরার সময়ে রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement