হনুমানের মৃত্যুতে শোকমিছিল

এক হনুমানের মৃত্যুর পর তার অন্তিম যাত্রায় শুধু মানুষের শোক মিছিলই নয়, রীতিমতো শ্রাদ্ধশান্তি করা হল। খাওয়ানো হল শ্মশানবন্ধুদেরও। কারণ গ্রামবাসীদের বিশ্বাস এ যে সে নয়, একেবারে বীর হনুমানের প্রতিনিধি। গত কাল সন্ধায় গিরিডির জমুয়ার এই ঘটনা। আজ ঘটা করে হয়ে গেল শ্রাদ্ধানুষ্ঠানও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৩:১৬
Share:

এক হনুমানের মৃত্যুর পর তার অন্তিম যাত্রায় শুধু মানুষের শোক মিছিলই নয়, রীতিমতো শ্রাদ্ধশান্তি করা হল। খাওয়ানো হল শ্মশানবন্ধুদেরও। কারণ গ্রামবাসীদের বিশ্বাস এ যে সে নয়, একেবারে বীর হনুমানের প্রতিনিধি। গত কাল সন্ধায় গিরিডির জমুয়ার এই ঘটনা। আজ ঘটা করে হয়ে গেল শ্রাদ্ধানুষ্ঠানও।

Advertisement

পুলিশ জানিয়েছে, পূর্ণবয়স্ক ওই হনুমানটি জমুয়ার খরডিহা গ্রামে গত কাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। হনুমানটির দেহ পড়ে থাকে গ্রামের হনুমান মন্দিরের পাশেই। মন্দিরের কাছে দেহ পড়ে থাকতে দেখে অনেকে ভক্তি ভরে প্রণাম জানাতে থাকে। বন দফতরের লোকেরা মৃতদেহটি নিতে এলে তাদের বাধা দেয় গ্রামবাসীরা। এর মধ্যেই গ্রামে রটে যায়, গ্রামেরই রুক্মিনী দেবী নামে ৯০ বছরের এক বৃদ্ধা মারা গিয়েছেন। বৃদ্ধা খুবই হনুমান ভক্ত ছিলেন। মন্দিরে নিয়মিত পুজো দিতেন। গ্রামবাসীরা জানতে পারে, বৃদ্ধা মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ভক্তিভাব আরও বেড়ে যায়। রটে যায়, বৃদ্ধা ভক্তের মৃত্যুর শোকেই দেহত্যাগ করেছেন হনুমানজি। এরপরেই শুরু হয় মৃতদেহ নিয়ে পুজোপাঠ। সন্ধ্যায় মিছিল করে ত্রিবেণীঘাটে গিয়ে দেহটি সমাধিস্থ করা হয়। আজ দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে খাওয়াদাওয়া ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন