ম্যাগাজিনের জন্য ফোটোশুট করলেন ১০০ বছর বয়সী মডেল! দেখুন সেই ভিডিও

ভারতে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাট ওয়াক করে চমকে দিয়েছিলেন ক্যারোল গ্রাসিয়াস। এ বার আরও এক মোক্ষম চমক দিল ‘ভোগ’ ম্যাগাজিন। এ বছরই এই আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকার ১০০ বছর পূর্ণ হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ১০:২০
Share:

ভারতে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাট ওয়াক করে চমকে দিয়েছিলেন ক্যারোল গ্রাসিয়াস। এ বার আরও এক মোক্ষম চমক দিল ‘ভোগ’ ম্যাগাজিন। এ বছরই এই আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকার ১০০ বছর পূর্ণ হল। শতবর্ষ পূর্তি উপলক্ষেই ‘ভোগ’ ম্যাগাজিন এবং ইউরোপের জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর ‘হার্ভে নিকোলস’-এর যৌথ উদ্যোগে ফোটোশুট করলেন মডেল বো গিলবার্ট। এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। কিন্তু এই ‘মডেল কন্যা’-র বয়স জানলে চোখ কপালে উঠতে পারে আপনার। ম্যাগাজিনের পাশাপাশি তাঁরও বয়স ১০০ বছর।

Advertisement

তবে গিলবার্ট কিন্তু পেশাদার মডেল নন। ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য এই প্রথম তিনি ফোটোশুট করলেন। তবে চরম আত্মবিশ্বাসী বো কে দেখে মোটেও তা মনে হচ্ছে না। তবে প্রথমে কিন্তু ফোটোশুটের জন্য প্যান্ট-শার্ট পরতে স্বচ্ছন্দ ছিলেন না তিনি। পরে রাজি হন। সেই ফোটেশুটের জন্য বাড়ি থেকে বেরনো, সাজগোজ, তারপর তৈরি হয়ে ক্যামেরার সামনে বসা সবটাই রেকর্ড করা হয়েছে একটি সুন্দর ভিডিওতে। দেখুন ১০০ বছরের বো গিলবার্টের মডেল হয়ে ওঠার সেই ভিডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement