Women News

মুখে হাসি নেই, কাঁদছে আমুল-কন্যা

মন ভাল নেই আমুল-কন্যার। ছোট্ট হাতে মুখ ঢেকে সে বলছে, ‘জরা আঁখ মে ভর লো পানি।’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৭:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

মন ভাল নেই আমুল-কন্যার। মনে একরাশ চাপা ক্ষোভ-রাগ-দুঃখ। চোখ ফেটে জল আসছে।

Advertisement

এমন অন্ধকার সময় বোধহয় আর কখনও আসেনি এ দেশে। কাঠুয়া, উন্নাও, সুরাত, এটা— দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু-কিশোরীকে ধর্ষণ-গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটে চলেছে। তাই মন ভাল নেই আমুল-কন্যার। ছোট্ট হাতে মুখ ঢেকে সে বলছে, ‘জরা আঁখ মে ভর লো পানি।’

আমুলের নতুন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এবড়ো-খেবড়ো পথে বসে কচি দু’হাতে ধরা তার মুখখানি। মাথা নিচু। গাল বেয়ে দু’ফোঁটা জল নেমে আসছে। উপরে লেখা, লতা মঙ্গেশকরের গাওয়া সেই অমর গানের লাইনটি, ‘জরা আঁখ মে ভর লো পানি।’

Advertisement

আরও পড়ুন
নির্দিষ্ট বয়সের পরেও স্তন্যপান! হতে পারে ক্ষতি

বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ামাত্র সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। ফেসবুক-টুইটারে অসংখ্য মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সকলেরই বক্তব্য প্রায় এক। এ সমাজ ভাল নেই। তাই আমুল-কন্যাকেও কাঁদিয়ে ছেড়েছে। যে শিশুটি সব সময় হাসিখুশি থাকত, তারও চোখ ফেটে জল আসছে আজ। টুইটারে ওই বিজ্ঞাপনের নীচে আমুলের তরফে লেখা হয়েছে— ‘মহিলাদের প্রতি নৃশংসতাকে ধিক্কার জানাই।’

আরও পড়ুন
ঘরেই বসত বিপদের, সরব হলেন ওঁরা

এই বিজ্ঞাপন দেখে এক নেটিজেনের মন্তব্য, “জেগে ওঠো ভারত।” অন্য এক জনের প্রশ্ন, “কোথায় গেল মানবতা?” অপর এক জন লিখেছেন, “যে মেয়েটি সব সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছে, সে আজ কাঁদছে?”

আমুলের বিজ্ঞাপনে সব সময়ই দেশের প্রাসঙ্গিক বিষয়গুলি উঠে এসেছে। তা সে সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক হোক বা ক্রীড়াজগতে ভারতের উৎকর্ষ— প্রতিটি বিষয়ের উপরেই সময়ানুযায়ী বিজ্ঞাপনে ভেসে উঠেছে আমুল-কন্যার মুখ। এ বারও দেশজোড়া ক্ষোভ-দুঃখ-রোষ-প্রতিবাদের প্রতীক হয়ে যেন উঠে এসেছে আমুল-কন্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন