Manabi News

মাত্র একুশেই পাইলট, মিগ-২৯ চালাবেন আয়েশা

ইচ্ছার সেই চারাগাছটাই আজ মহীরুহ। ডানা নেই তো কী? উড়তে চেয়েছিলেন তিনি। স্বপ্নের ডানায় ভর করে। ছোট থেকেই লালন করতেন আকাশে ওড়ার ইচ্ছেটা। আজ তিনিই দেশের কনিষ্ঠতম বিমান চালকের শিরোপা নিয়ে খবরের শিরোনামে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৮:১৩
Share:

দেশের কনিষ্ঠতম বিমান চালিকা আয়েশা। ছবি: ফেসবুকের সৌজন্যে

ইচ্ছার সেই চারাগাছটাই আজ মহীরুহ।

Advertisement

ডানা নেই তো কী? উড়তে চেয়েছিলেন তিনি। স্বপ্নের ডানায় ভর করে। ছোট থেকেই লালন করতেন আকাশে ওড়ার ইচ্ছেটা। আজ তিনিই দেশের কনিষ্ঠতম বিমান চালকের শিরোপা নিয়ে খবরের শিরোনামে। শুধু তাই নয়, দেশের প্রথম মহিলা হিসাবে এ বার মিগ-২৯ জেট বিমানের ‘স্টিয়ারিং’ও থাকবে তাঁরই হাতে।

তিনি আয়েশা আজিজ। ২১ বছরের ফুটফুটে কাশ্মীরি কন্যা। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ককপিটে বসবেন। বিমানের নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে। প্রথাগত পড়াশোনা শেষ হতেই তাই যোগ দেন বম্বে ফ্লাইং ক্লাবে। মাত্র ১৬ বছর বয়সেই হাতে পান স্টুডেন্ট পাইলট লাইসেন্স। ২০১২ সালে দু’মাসের অ্যাডভান্সড স্পেস ট্রেনিং কোর্স করতে নাসা-তেও পাড়ি দিয়েছিলেন কাশ্মীরের বারামুলা জেলার এই মেয়ে।

Advertisement

আরও পড়ুন: নেপচুন না কি প্লুটো যাচ্ছিলেন ইনি? ‘ওলা’ বিল পাঠাল ১৪৯ কোটি!

কর্মাশিয়াল লাইসেন্স পাওয়ার পর ফেসবুকে এই ছবিই পোস্ট করেছেন আয়েশা

সম্প্রতি দেশের কনিষ্ঠতম পাইলট হিসাবে কর্মাশিয়াল লাইসেন্সও পেয়েছেন আয়েশা। ফেসবুকে পোস্টও করেছেন সেই ছবি।

দেশের কনিষ্ঠতম পাইলটের তকমা পেয়ে কী বলছেন আয়েশা?

তাঁর ইচ্ছা খুব শীঘ্রই মিগ-২৯-এর ককপিটে বসার। রাশিয়ার সকুল এয়ারবাসে এই বিমান চালাতে চান তিনি। রাশিয়ান যুদ্ধ বিমান মিগ-২৯ চালানোর জন্য রুশ এজেন্সির সঙ্গেও কথাবার্তা শুরু করে দিয়েছেন আয়েশা। এখন অপেক্ষা সেই শুভ দিনের। ‘‘শব্দের চেয়েও দ্রুত গতিতে মহাকাশের এক্কেবারে ধারে চলে যেতে চাই আমি। মিগ ২৯-ই আমার পরবর্তী এক্সপিডিশন,’’— উজ্জ্বল চোখে বললেন আয়েশা আজিজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন