জিরো ফিগার নয়, সিক্স প্যাকে বিশ্বাস রাখেন যে মিস ইন্ডিয়া

তিনি ভারী ওজন তুলতে ভালবাসেন। জিমে যান শুধু সুস্থ থাকার জন্য নয়, সিক্স প্যাকটাকে আরও মজবুত করতে। ফিটনেস ফ্রিক বছর ৩৫-এর যশমিন মনক এমনিতে ভারতের আর পাঁচটা ওয়ার্কিং ওম্যানের মতই। জিরো ফিগারের কমনিয়তা নয়, পেশী বহুল চেহারাতেই লুকিয়ে আছে তাঁর সৌন্দর্য।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৪:৫৬
Share:

তিনি ভারী ওজন তুলতে ভালবাসেন। জিমে যান শুধু সুস্থ থাকার জন্য নয়, সিক্স প্যাকটাকে আরও মজবুত করতে। ফিটনেস ফ্রিক বছর ৩৫-এর যশমিন মনক এমনিতে ভারতের আর পাঁচটা ওয়ার্কিং ওম্যানের মতই। জিরো ফিগারের কমনিয়তা নয়, পেশী বহুল চেহারাতেই লুকিয়ে আছে তাঁর সৌন্দর্য। তাঁর পেশা আর নেশাটা একটু আলাদা। তিনি পেশাদার বডি বিল্ডার। এ দেশের মেয়েদের নিরিখে তাঁর পেশাটা খানিকটা হটকে তো বটেই। তবে শুধু জিমেও নও এই সুন্দরী কিন্তু র‌্যাম্পেও সমান স্বাচ্ছন্দ্য। করেন মডলিংও। ২০১৫ সালের মিসেস ইন্ডিয়া যশমিন এ বছর ইন্ডিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন।

Advertisement

এই গ্যালারিতে দেখি নিন তাঁর কিছু ঝলক-

Advertisement

আরও দেখুন

বয়স ধরে রাখার ১০ উপায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement