বর্ষ বরণের সময় এসে গেল। এখন ছোটখাট উপহার দেওয়া, রিটার্ন গিফ্ট দেওয়া চলতে থাকে। উপহার যদি নিজে হাতে বানিয়ে দিতে পারেন তাহলে তার কদরই আলাদা। আর তা যদি হয় কোনও খাবার জিনিস তাহলে তো কথাই নেই। বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু কুকিজ, বিস্কিট। সুন্দর করে প্যাক করে রিটার্ন গিফ্ট দিন অতিথিদের।পার্টি না হলেও সারা বছর বাড়িতে অতিথি, আত্মীয়দের আসা যাওয়া লেগেই থাকে। যদি এ রকম বিস্কিট বানিয়ে রাখেন তাহলে অতিথি খুশি হবেই। আর হোমমেড বিস্কিট খেয়ে আপনার হাতের গুণের তারিফও করবে। শিখে নিন নারকেল বিস্কিটের রেসিপি।
কী ভাবে বানাবেন