অ্যাকনে কমাতে মেথির প্যাক

উত্সবের মরসুম চলে গিয়েছে। এই ক’দিন প্রচুর মেক আপ করেছেন, ভুলভাল খেয়ে ত্বকের ওপর প্রচুর অত্যাচার করেছেন। এ বার কিন্তু ফিরতে হবে স্কিন কেয়ার রুটিনে। মেক আপ করে করে মুখে দশা কী হয়েছে দেখেছেন আয়নায়? অ্যাকনে ভরে গিয়েছে মুখে।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৭:০৪
Share:

উত্সবের মরসুম চলে গিয়েছে। এই ক’দিন প্রচুর মেক আপ করেছেন, ভুলভাল খেয়ে ত্বকের ওপর প্রচুর অত্যাচার করেছেন। এ বার কিন্তু ফিরতে হবে স্কিন কেয়ার রুটিনে। মেক আপ করে করে মুখে দশা কী হয়েছে দেখেছেন আয়নায়? অ্যাকনে ভরে গিয়েছে মুখে। অ্যাকনে কমাতে সব থেকে আগে প্রয়োজন ত্বকে আরামদায়ক, ঠান্ডা অনুভূতি। ত্বক ভিতর থেকে ঠান্ডা হলে তবেই কমবে অ্যাকনে। এই ঘরোয়া মাস্ক ট্রাই করে দেখুন।

Advertisement

যা যা লাগবে-

গুঁড়ো দুধ- এক চামচ

Advertisement

ওটমিল- আধ চামচ

গমের আটা- আধ চামচ

চন্দন গুঁড়ো- এক চামচ

বার্লি- এক চামচ

মেথি গুঁড়ো- আধ চামচ

যেভাবে বানাবেন-

ওটমিল ১০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এ বার বাকি উপকরণ ওই জলেই এক সঙ্গে গুলে পেস্ট তৈরি করে নিন।

এই মাস্ক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement