Women News

বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়শিপ জিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন ভূমিকা

সারা বিশ্বের ৫০ জন প্রতিনিধির মধ্যে ২৭ জনই ছিলেন ভারতীয়। বডি পোজিং, ইন্ডিভিজুয়াল পোজিং, ফল ক্যাটেগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হন ভূমিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ১৩:১৮
Share:

ডিসম্বরে ওয়ার্ল্ড ইউনিভার্স চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভূমিকা।

ভূমিকা শর্মা। গত তিন দিন ধরে গুগল ইন্ডিয়ার পেজে সবচেয়ে বেশি ট্রেন্ড করছেন দেহরাদূনের ২১ বছরের এই তরুণী। সম্প্রতি তাঁর পেশীবহুল ফিট গ্ল্যামারাস চেহারা আর আত্মবিশ্বাস মুগ্ধ করেছে বিশ্বকে। ভেনিসে ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভূমিকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন: সৌন্দর্যের স্টিরিওটাইপ ভেঙে পেজেন্ট জিতলেন ৫৫ বছরের মা

সারা বিশ্বের ৫০ জন প্রতিনিধির মধ্যে ২৭ জনই ছিলেন ভারতীয়। বডি পোজিং, ইন্ডিভিজুয়াল পোজিং, ফল ক্যাটেগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হন ভূমিকা। ভারতের মহিলা ভারত্তোলন দলের কোচ হংসা মনরল শর্মার মেয়ে ভূমিকা ছোটবেলা স্বপ্ন দেখতেন শুটার হওয়ার। ভারোত্তলক মাকে দেখেই পরে ভালবেসে ফেলেন শরীরচর্চা। আপাতত ডিসম্বরে ওয়ার্ল্ড ইউনিভার্স চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভূমিকা।

বডিবিল্ডার হিসেবে ভারতে মহিলারা বার বারই বডি শেমিং-এর শিকার হয়েছেন। ৩২ বছর বয়সে ভারতের প্রথম বডিবিল্ডার প্রতিযোগী হয়েও আড়ালেই থেকে গিয়েছেন অশ্বিনী ওয়াসকর। ২০১৫ সালে ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেও প্রচারে আসেননি সরিতা দেবী। এই তালিকাতেই রয়েছেন ২০১৫ সালে এনপিসি স্টিভ স্টোন মেট্রোপলিটন চ্যাম্পিয়নশিপ জেতা দীপিকা কুমারী ও মনিপুরের বডিবিল্ডার রবিতা দেবী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং-এর শিকার হয়েছেন বাণী জে। তবে এর কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি ভূমিকাকে। টলাতে পারনি লক্ষ্য থেকে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর এ বার ইউনিভার্স জয়ের স্বপ্নে বিভোর ভূমিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন