শাড়ি পরে ১৩ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন ইনি!

খেলাধূলার প্রতি অগাধ ভালবাসা রয়েছে শীতলের। ফিনিক্স স্কাইডাইভিং অ্যাকাডেমি নামে নিজের অ্যাকাডেমিও খুলে ফেলেছেন শীতল। ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪০
Share:

মরাঠি নউভারি শাড়ি ১৩ হাজার ফুট উচ্চতায় স্কাইডাইভ করে খোশমেজাজে পুণের শীতল রানে মহাজন।

তাইল্যান্ডে ১৩ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন পুণের শীতল রানে মহাজন।

Advertisement

স্কাইডাইভ করতে তো এর থেকেও বেশি উঁচুতে উঠতে হয়, তাতে আবার রেকর্ডের কী আছে?

আসলে শীতলের পরনে ছিল শাড়ি। যেন তেন শাড়ি নয়, এ এক্কেবারে রংবেরঙের মরাঠি নউভারি শাড়ি। পাটায়ার টুরিস্ট রিসর্টে পছন্দসই আবহাওয়ায় এক বার নয়, দু’বার ১৩ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করে উল্লসিত শীতল। বললেন, “সামনেই আন্তর্জাতিক মহিলা দিবস। আমার ইচ্ছেই ছিল মরাঠি নউভারি শাড়ি পরে স্কাইডাইভ করব। ৮.২৫ মিটার লম্বা একটা শাড়ি পরে স্কাইডাইভ করাটা অবশ্যই চ্যালেঞ্জের।”

Advertisement

এই কঠিন কসরতের বিবরণ দিতে গিয়ে শীতল বলেছেন, “একে তো ওইরকম লম্বা একটা শাড়ি ঠিকঠাক ভাবে পরাটাই ছিল কঠিন। প্যারাশ্যুটটাও পরতে হয়েছিল, সেফটি গিয়ার আর কমিউনিকেট করার যন্ত্রপাতিও ছিল সঙ্গে, আর তার উপর হেলমেট, রোদচশমা, জুতো ইত্যাদি তো ছিলই।”

শীতলের দাবি, দৈনন্দিন জীবনে তো বটেই, রোমাঞ্চ করতেও শাড়ি পরতে পারেন মহিলারা। আর এই কথাটা তুলে ধরতেই এই কাণ্ড ঘটিয়েছেন যমজ সন্তানের মা শীতল।

এত উঁচু থেকে স্কাইডাইভ করতে কঠিন কসরত করতে হয়েছে শীতলকে।

১১ ফেব্রুয়ারি পাটায়াতে তাঁর স্কাইডাইভ করার কথা ছিল। কিন্তু সেখানে লাগাতার বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে সোমবার করতে হয়।

খেলাধূলার প্রতি অগাধ ভালবাসা রয়েছে শীতলের। ফিনিক্স স্কাইডাইভিং অ্যাকাডেমি নামে নিজের অ্যাকাডেমিও খুলে ফেলেছেন শীতল। ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। ২০১১ সালে পদ্মশ্রী পেয়েছেন তিনি। ইতিমধ্যেই ১৮টি জাতীয় স্কাইডাইভিং রেকর্ড করে ফেলেছেন শীতল। ৬টি আন্তর্জাতিক রেকর্ডও রয়েছে তাঁর নামে।

আরও পড়ুন: কাজে ফোকাস করতে পারছেন না? এই খাবারগুলো রাখুন ডায়েটে

২০০৪ সালেই প্রথম শিরোনামে আসেন শীতল মহাজন। সেই বছর ১৮ এপ্রিল বিন্দুমাত্র প্র্যাকটিস ছাড়াই উত্তর মেরুর মাইনাস ৩৭ ডিগ্রি তাপমাত্রায়, রাশিয়ান এমআই-৮ হেলিকপ্টার থেকে প্রথম জাম্প দেন শীতল। হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও মহিলা হিসেবে প্রথমবার এত উঁচু থেকে জাম্প দিয়ে গড়ে ফেলেন রেকর্ড। ২০০৬ সালে আবার আন্টার্কটিকায় ১১,৬০০ ফুট উঁচু থেকে অ্যাক্সিলারেটড ফ্রি ফল প্যারাশ্যুট জাম্প দেন শীতল। তাও যোগ হয় তাঁর রেকর্ডের খাতায়। ২৩ বছরে পা দিতে না দিতেই এমন দুই রেকর্ড গড়ে ফেলেন শীতল।

তাঁকে ঘিরে শুধু রেকর্ড আর রেকর্ড। তাঁর বিয়েতেও ছিল বড় চমক। ২০০৮ সালের ১৯ এপ্রিল পুণে সিটি স্কাইলাইনে ৭৫০ ফুট উঁচুতে হট-এয়ার বেলুনের ভিতর বিয়ে করেন তিনি। পাত্র ফিনল্যান্ডের ইঞ্জিনিয়র বৈভব রানে। তিনিও একজন নামজাদা স্কাইডাইভার। ৫৭ টি জাম্প রয়েছে তাঁর ঝুলিতে। প্রথম কাপ‌্ল হিসেবে ২০১১ সালের নভেম্বরে একসঙ্গে স্কাইডাইভ করেন দু’জনে।

২০১০ সালে মাউন্ট এভারেস্ট থেকে স্কাইডাইভ করার দু’বার চেষ্টা করেছেন। কিন্তু তাতে সফল হতে পারেননি শীতল রানে মহাজন। পরবর্তী চ্যালেঞ্জ হিসাবে সেটাকেই পাখির চোখ করছেন তিনি।

ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement