Manabi News

৮২ বছর পর দেখা হল মা-মেয়ের!

ন’মাস নিজের রক্ত-মাংস দিয়ে তাঁকে বড় করে তুলেছিলেন। প্রসব যন্ত্রণা সহ্য করে তাঁকে দেখিয়েছিলেন সূর্যের আলো। কিন্তু, সেই সন্তানের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি নিরুপায় মায়ের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ১৩:৫৬
Share:

ন’মাস নিজের রক্ত-মাংস দিয়ে তাঁকে বড় করে তুলেছিলেন। প্রসব যন্ত্রণা সহ্য করে তাঁকে দেখিয়েছিলেন সূর্যের আলো। কিন্তু, সেই সন্তানের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি নিরুপায় মায়ের। নিয়মের যাঁতাকলে পরে খোয়াতে হয়েছিল দুধের শিশুকে। ৮২ বছর পর ফের দেখা হল হারিয়ে যাওয়া সেই ‘দুধের শিশু’র সঙ্গে। যদিও সেই ‘শিশু’ এখন ৮২ বছরের বৃদ্ধা। আর মায়ের বয়স ৯৬।

Advertisement

গত আট দশক ধরে একে অপরকে হন্যে হয়ে খুঁজছিলেন তাঁরা। অবশেষে দেখা মিলল। ঠিক কী ঘটেছিল?

১৯৩৩ সালের কথা। মাত্র ১৪ বছর বয়সে মা হয়েছিলেন নিউ ইয়র্কের লিনা পের্সি। আদর করে মেয়ের নাম রেখেছিলেন ইভা মে। কিন্তু এত ছোট বয়সে মা হওয়ায় তার পক্ষে বাচ্চার ঠিকমতো দেখভাল করা সম্ভব নয়, এই কারণ দেখিয়ে ছ’মাসের ছোট্ট ইভাকে নিয়ে যাওয়া হয় হোমে। সেখান থেকে ইভাকে এক দম্পতি দত্তক নেন। ইভার নতুন নাম হয় বিটি মরেল।

Advertisement

দেখা হওয়ার সেই মুহূর্তে মা ও মেয়ে।

মেয়ের নতুন জীবনের সঙ্গে সঙ্গে শুরু হয় মায়েরও নতুন জীবন। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন করে বিয়ে করে সংসার পাতেন লিনা। সাত-সাতটি সন্তানের মা তিনি। কিন্তু হলে কী হবে? এই সাত সন্তানের মধ্যেও তিনি খুঁজে বেড়ান ইভার মুখ। হাজার হোক, প্রথম সন্তান বলে কথা! ইভাকে ভুলতে পারেননি লিনা। সাধ্যমতো চেষ্টা চালাতে থাকেন ইভাকে খুঁজে বের করার।

এ দিকে সুখে নেই ইভা থুড়ি বিটিও। ২০ বছর পেরোতে না পেরোতেই মারা যান বিটির পালিত বাবা-মা। সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। বিটি বলেন, ‘‘আমি মনে মনে অনেক ভাই-বোনকে সঙ্গী হিসেবে ভাবতাম। আমার সব ভাই-বোনেদের নাম দিয়েছিলাম। রাতেরবেলা বিছানায় শুয়ে শুয়ে তাঁদের সঙ্গে কথা বলতাম। আর আমার মা’কে খুঁজতাম।’’

জন্মদাত্রী মাকে খুঁজে বের করতে প্রথমে বিটি যান তাঁর হোমে। যেখান থেকে তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। বিটির এক আত্মীয়া তাঁর আসল নাম-জন্মস্থান জানিয়েছিলেন। এর পর থেকেই জেনিওলজিক্যাল ওয়েবসাইট থেকে পড়াশুনা শুরু করেন বিটি। মাত্র ছ’মাস বয়সে এক বার ইভা থেকে বিটি মরেল হয়েছিলেন। ৮২ বছর পর নতুন করে শুরু হয় বিটি থেকে ইভা হওয়ার লড়াই।

অবশেষে এক দিন লিনাকে খুঁজে পান ইভা। তাঁর মা এখনও বেঁচে আছেন জানতে পেরে রীতিমতো অবাক হয়ে যান। ঠিক করেন, যে করেই হোক দেখা করতে হবে মায়ের সঙ্গে। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক বিমানবন্দরে দেখা হল মা-মেয়ের। হয়তো এখন মনের সুখে গোটা জীবন ধরে জমানো অজস্র কথা বলবেন মা-মেয়ে।

আরও পড়ুন: ছেলে হওয়ার ছ’সপ্তাহের মধ্যেই র‌্যাম্পে ফিরলেন ক্যারল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন