শাশুড়ির সঙ্গে ঝগড়া, কী ভাবে সামলাবেন?

সদ্য বিয়েছে হয়েছে। কিন্তু শাশুড়ির সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না। আবার হয়তো দীর্ঘ বিবাহিত জীবনেও শাশুড়ির সঙ্গে বনিবনা হল না। এমন সমস্যায় পড়েন অনেক মহিলাই। কী ভাবে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে? জেনে নিন কয়েকটি সহজ সমাধান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২৭
Share:

সদ্য বিয়েছে হয়েছে। কিন্তু শাশুড়ির সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না। আবার হয়তো দীর্ঘ বিবাহিত জীবনেও শাশুড়ির সঙ্গে বনিবনা হল না। এমন সমস্যায় পড়েন অনেক মহিলাই। কী ভাবে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকতে পারে? জেনে নিন কয়েকটি সহজ সমাধান।

Advertisement

১) পরষ্পরকে ছাড় দিন। ছোটোখাটো মনোমালিন্য একেবারেই মনে রাখবেন না।

২) পরষ্পরের কাজে নাক না গলিয়ে কাজ ভাগ করে নিন। এতে শান্তি বজায় থাকবে সংসারে।

Advertisement

৩) মনে করবেন না যে আপনার শাশুড়ি আপনার মায়ের মতো করেই আপনাকে যত্নে রাখবেন বা মেয়ে আপনাকে যেভাবে দেখেন বউমাও আপনাকে সেভাবেই রাখবেন৷ বাস্তব আশা করুন, সম্পর্ক ভাল থাকবে।

৪) যদি অত্যাচারিত হন তা হলে প্রতিবাদ করুন। নিজের অধিকারের জন্য কথা বলতে হবে।

৫) অতিরিক্ত বা লোক দেখানোর জন্য কিছু করবেন না।

৬) সম্পর্ক তখনই ভাল থাকে যখন নিজের সীমা কতটুকু তা বুঝে মুখ বন্ধ করে ফেলা যায়। কারণ আপনার হঠাত্ করে বলে ফেলা কথাতেই সম্পর্কে চিড় ধরতে পারে।

৭) ঝগড়া শুরু হওয়ার মূল কারণ অনেক ক্ষেত্রেই তৃতীয় ব্যক্তির উস্কানি। তাই নিজেদের মধ্যে তৃতীয় কাউকে কথা বলতে দেবেন না। এতে সম্পর্ক ভাল থাকবে।

৮) অতিরিক্ত অভিযোগ মনকে বিষিয়ে তোলে অল্পতেই। তাই অভিযোগ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন দু’পক্ষই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement