Manabi News

‘মেয়েদের হাত ধরো আব্রাম, তারাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে’

ছোট ছেলেকে সাধারণত কাছ-ছাড়া করতে চান না কিঙ্গ খান। পার্টি হোক বা লং ড্রাইভ, শপিং থেকে ডিনার— সব জায়গাতেই তিন বছরের খুদে আব্রাম তাঁর ছায়াসঙ্গী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১৭:২৪
Share:

ছোট ছেলেকে সাধারণত কাছ-ছাড়া করতে চান না কিঙ্গ খান। পার্টি হোক বা লং ড্রাইভ, শপিং থেকে ডিনার— সব জায়গাতেই তিন বছরের খুদে আব্রাম তাঁর ছায়াসঙ্গী।

Advertisement

আন্তর্জাতিক নারী দিবসেও আব্রামকে জীবনের বার্তা দিলেন বলিউডর বাদশা। বুধবার অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ। সেখানে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ের হাত ধরে সামনের দিকে হেঁটে চলেছে আব্রাম। ছবিটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘‘ওর হাত ধরে থাকো, ও তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাপি ওমেন’স ডে।’’

তবে একটা পোস্টেই থেমে থাকেননি শাহরুখ। নারী দিবস উপলক্ষে আরও একটি সুন্দর বার্তাও এ দিন পোস্ট করেছেন টুইটারে।

Advertisement

আরও পড়ুন: নারী দিবসে মা আর অনুষ্কাকে এক সঙ্গে নিয়ে বিরাটের পোস্ট

লিখেছেন, ‘মাঝেমাঝে ভাবি যদি আমি একজন নারী হতাম...। কিন্তু একজন নারী হওয়ার মতো সাহস, আত্মত্যাগ করার ক্ষমতা, নিঃস্বার্থভাবে ভালবাসার শক্তি আমার নেই। থ্যাঙ্ক ইউ গার্লস।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement